শনিবার, ২৪ জুন, ২০১৭

সোনার বাংলা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠিত

সোনার বাংলা সাহিত্য পরিষদ-শুদ্ধ সাহিত্যের এক অতন্দ্র প্রহরী। মুক্তমনা,প্রগতিশীল,স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, মেধাবী,কবি লেখকদের প্রাণের সংগঠন সোনার বাংলা সাহিত্য পরিষদ। বাংলাদেশের ৬৪ টি জেলায় আমাদের কমিটি হবে,এই স্বপ্ন বুকে নিয়ে কর্মঠ,ডায়নামিক,উদীয়মান কবি ও লেখকদের নিয়ে এই কমিটি। দুই সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি,সোনার বাংলা সাহিত্য পরিষদ এর পরিচালক বৃন্দ,সবার সাথে আলোচনা সাপেক্ষে নিম্নরুপ কমিটি গঠন করা হয়:- সোনার বাংলা সাহিত্য পরিষদের চেয়ারম্যান:- জলশ্রী বানী ডিয়ায,প্রতিষ্ঠাতা পরিচালকঃ ফখরুল হাসান শাওন।

সোনার বাংলা সাহিত্য পরিষদের কার্য নির্বাহী কমিটি:- উপদেষ্টা পরিষদ:- ১) পাঞ্জাব বিশ্বাস,২) আসলাম সানী,৩) সাহাদাত হোসেন নিপু,৪) ড. মুতাকাব্বির মাসুদ,৫) মইন উদ্দীন কাজল,৬) মফিদা আকবর,৭) আলী মোহাম্মদ লিয়াকত,৮) শহিদুল ইসলাম ফারুক।

কার্যকরী কমিটি পরিষদ:- ১) সভাপতি-প্রকৌশলী আলমগীর খোরশেদ,২) নির্বাহী সভাপতি - লিসা লিনা,৩) সহ-সভাপতি- শফিকুল ইসলাম,৪) সহ-সভাপতি - হোসেনে আরা শাপলা,৫) সহ-সভাপতি - হাসি ইকবাল,৬) সহ সভাপতি - আমির হোসেন,৭) সহ-সভাপতি -সৈয়দুর রহমান লিটন,৮) সহ-সভাপতি - বিশ্বজিৎ ব্যানার্জী (ভারত),৯) সহ-সভাপতি - মিহির কান্তি ভৌমিক,১০) সহ-সভাপতি - শারমীন সুলতানা রীনা,১১) সহ সভাপতি - নাসির বিশ্বাস।

১২) সাধারণ সম্পাদক -তারেক হাসান,১৩) যুগ্ম সাধারন সম্পাদক - স্বপ্না গাজী,১৪) যুগ্ম সাধারন সম্পাদক- ওবাইদুল হক,১৫) যুগ্ম সাধারন সম্পাদক- আতাউর রহমান,১৬) যুগ্ম সাধারন সম্পাদক - আফরোজা চৌধুরী ঝুমুর,১৭) যুগ্ম সাধারণ সম্পাদক-মোস্তাফিজুল হক,১৮) সহ-সাধারন সম্পাদক- শেলী উর্বশী,১৯) সহ সাধারণ সম্পাদক - সোলায়মান আহমাদ জয়।

২০) সাংগঠনিক সম্পাদক- রাশিদুল ইসলাম জুয়েল,২১) যুগ্ম সাংগঠনিক সম্পাদক-মোতালেব হোসেন রাজন,২২) সহ-সাংগঠনিক সম্পাদক- হাফিজুল মণ্ডল। ২৩) অর্থ সম্পাদক - মুকুল হোসেন,২৪) সহ অর্থ সম্পাদক -নীলিমা নীলু। ২৫) দপ্তর সম্পাদক - আবদুল হাই বাচ্চু,২৬) সহ দপ্তর সম্পাদক-কাজী মাজহারুল ইসলাম।

২৭) শিক্ষা ও গবেষণা সম্পাদক-মাজহারুল ইসলাম লালল,২৮) সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক - সবুজ মিয়া। ২৯) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- শামস্ রুবেল,৩০) সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- অরণ্য এনাম। ৩১) প্রচার ও প্রকাশনা সম্পাদক-এম.আর মিঠু,৩২) সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক -হাসনাত মিলন। ৩৩) আন্তর্জাতিক সম্পাদক - জাকির হোসেন উপকূল,৩৪) সহ আন্তর্জাতিক সম্পাদক - মহাজিস মণ্ডল। ৩৫) মহিলা বিষয়ক সম্পাদক- আইরিন কাকলী, ৩৬) ত্রাণ ও সমাজ-সেবা সম্পাদক-স্বপন ওয়াহিদ,৩৭) আবৃত্তি সম্পাদক - বদরুল আহসান খান,৩৮) ক্রীড়া সম্পাদক- মিজান দুখু,৩৯) তথ্য সম্পাদক -হাফিজ আহমেদ,৪০) আপ্যায়ণ সম্পাদক - জাহানারা বেগম রেখা।

কার্যনির্বাহী সদস্যঃ- ১) নাসিম আহমেদ লস্কর,২) খালেদ সৌরভ,৩) হোসাইন মোহাম্মদ কবির

কার্যকারী সদস্যঃ- ১) এস আলম চৌধুরী,২) রকি পাটোয়ারি,৩) আমেনা বেগম,৪) জনি রহমান,৫) জান্নাতুল ফেরদৌস স্বর্গ,৬) আকন আবু বকর,৭) মতিউর রহমান,৮) নূর এ জাহান বিলকিস

একান্ন সদস্য বিশিষ্ট এই কমিটি সাহিত্য অঙ্গনে আগামী দিনের মাইল ফলক হিসেবে বিরাজ করবে বলে আশা করি। ধন্যবাদান্তে- প্রকৌশলী আলমগীর খোরশেদ কবি ছড়াকার ও কথা সাহিত্যিক আহবায়ক সোনার বাংলা সাহিত্য পরিষদ তারেক হাসান কবি ও কথাশিল্পী সদস্য সচিব সোনার বাংলা সাহিত্য পরিষদ

রবিবার, ১৮ জুন, ২০১৭

সিঙ্গাপুরে জাতীয়বাদী সাইবার দলের আলোচনা ও ইফতার

মো. রকি পাটোয়ারি,সিঙ্গাপুর প্রতিনিধিঃ গতকাল সিংগাপুরে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উওম) ৩৬ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সিংগাপুর জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সভাপতি ও কুমিল্লা বৃহত্তর জেলার সমান্বয়ক রাজিব আহমেদ। আলোচনা সভায়  প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন সিংগাপুর বিশিষ্ট ব্যবসায়ী ও দেবিদ্বার থানার সাবেক ছাত্র দল নেতা মিজানুর রহমান (মিজান)।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিংগাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ছাত্র দল নেতা মো: অরুন মজুমদার।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ  সম্পাদক যুবদল সিংগাপুর, মো.ওয়াসিম সরকার। দলের সাংগঠনিক সম্পাদক আসলাম শাহরিয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টনকী ইউনিয়নের সভাপতি সুমন সরকার, সহ সাধারণ সম্পাদক খাইরুল বাশার,  সহসভাপতি কামরুল হাসান, বাংগরা বাজার থানা সহসভাপতি কামরুল হাসান ( কামরান)। এডভোকেট জসিম উদ্দিন, নাসির উদ্দিন হাওলাদার, চৌধুরী এনামুল হক, খন্দকার দেলোয়ার হোসেন, মো: জহিরুল হক, শাহিন ভূইয়া, এস এম রুবেল, মো:আক্তার হোসেন ও মামুন সরকার এছাড়া আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত  সকল নেতা কর্মীরা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। সভাপতি রাজিব আহমেদ তার বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান হলেন বাংলাদেশের ইতিহাস। যত দিন বাংলাদেশ নামে একটি মানচিত্র থাকবে ততদিন শহীদ জিয়াউর রহমান আমাদের হৃদয়ের মাঝে অমর হয়ে থাকবেন।

 মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শহীদ জিয়াউর রহমানের অবদান অনেক বেশি ছিল। শহিদ জিয়াউর রহমান একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যেমে জিয়া পরিবার, দাদা পরিবার ও প্রতিষ্ঠাতা সভাপতি  এস আলম রাজিবের পরিবার ও সারা বাংলাদেশের বিএনপির সকল নেতাকর্মীদের জন্য দোয়ার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সিঙ্গাপুর যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. রকি পাটোয়ারি,সিঙ্গাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখার উদ্যোগে ১৭ই জুন,২০১৭ শনিবার সিঙ্গাপুরের স্থানীয় ফখরুদ্দীন রেস্টুরেন্টের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোস্তাফা কামাল।





বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব ইসমাইল হাসানের  পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি জনাব গিয়াসউদ্দিন সরকার। উক্ত ইফতার মাহফিলে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন  জনাব ফারুক আহমেদ ভূইয়া,সভাপতি ড. মোশাররফ ফাউন্ডেশন,সিঙ্গাপুর শাখা; এম এ নাজিম উদ্দিন,সাধারন সম্পাদক, ড. মোশাররফ ফাউন্ডেশন,সিঙ্গাপুর শাখা।





আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী লেখক ও সাংবাদিক এবং আমাদের বাংলাদেশ (অনলাইন) পত্রিকার সম্পাদক জনাব রাশিদুল ইসলাম জুয়েল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখার সিনিয়র সহ-সভাপতি জনাব ইব্রাহিম,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আল-আমিন, সহ সভাপতি আলতাফ হোসেন,মো: নাদিম জাহান আজিম, আরমান, যুগ্ম সাধারন সম্পাদক মো ওয়াসিম সিকদার, মো নুরুজ্জামান, পলাশ মাহমুদ, ইঞ্জিনিয়ার  আমির হোসেন,মো: হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক  জনাব কামরুল হাসান লালন,জোবায়ের,রাকিবুল,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখার দপ্তর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মো. রবিউল হক,কর্ম-সংস্থান  বিষয়ক সম্পাদক জনাব আক্তার সরকার ,যুবদল নেতা-সবুজ,জামসেদ,শামিম ওয়াহিদ, অভি বাশার সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



উক্ত ইফতার মাহফিলে ইফতার পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশে লুটপাট খুনের রাজত্ব কায়েম করেছে। তাদের জন্য আজ দেশের মানুষ নিরাপদ নয়। জালিম সরকারের বিরুদ্ধে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলে জালিম সরকারের পতন ঘটাতে হবে। দেশে বিদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান করতে হলে বিদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐকবদ্ধ্য করার কোন বিকল্প নেই। উক্ত ইফতার মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পাঠ করা হয়।

মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭

অস্ট্রেলিয়ার সিডনিতে মন্ত্রী টনি বার্ক এর আয়োজনে ইফতার পার্টি

সিডনি প্রতিনিধিঃ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ। মন্ত্রী টনি বার্ক ফেডারেল শ্যাডো আর্টস মিনিষ্টার এর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে গত ৭ই জুন বুধবার। সিডনির ব্যাংকসটাউনের পিসিওয়াইসি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ইফতার পূর্বক এক আলোচনা সভার সভাপতিত্ব করেন টনি বার্ক। শ্যাডো মন্ন্তী জিহাদ ডিব ও লেবানিজ কমিউনিটি লিডার বেলালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


শ্যাডো মন্ত্রী টনি বার্ক বক্তব্যে বলেন, "আমরা যে ধর্মেরই অনুসারী হইনা কেন; অপরাপর ধর্মকে সন্মাণ রেখে কথা বলি। তিনি দেশ, জাতি ও মুসলিমদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করন। আজ তাই মুসলমানদের পবিত্র মাহে রমজানের সন্মাণে এই ইফতার পার্টির আয়োজন আমাদের"।
ইফতার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। ইফতার অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

অস্ট্রেলিয়ার সিডনিতে রংধনু সংগঠনের ইফতার পার্টি অনুষ্ঠিত

সিডনি প্রতিনিধিঃ রোজাদারের জন্য ইফতার এক অন্যরকম আনন্দের মুহূর্ত। রাসূল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যে কেউ কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার পূর্ণ সওয়াব পাবে। যদিও ইফতারটি হয় একটি খেজুর কিংবা একগ্লাস পানির দ্বারা।’ রাসূল (সা.) অরো বলেছেন, ‘রমজানের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু তায়ালা বহু জাহান্নামিকে মুক্তি দেন।’ গত ৪ঠা জুন রবিবারে ল্যকেম্বার রংধনু অফিসে রংধনু সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের সম্মানে এক ইফতার পার্টি অনুষ...্ঠিত হয়েছে। ইফতার অনুষ্ঠানে রংধনুর প্রেসিডেন্ট আয়েশা আহমেদ বলেন, উপস্থিত সকলকে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি আয়েশা আহমেদ ইফতার ও ডিনার শেষে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আবুল কালাম আজাদ খোকন ইফতারের পূর্বে মোনাজাতে পরম করুনাময় মহান আল্লাহর নিকট শোকর করে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করেন। এরপর মাগরিবের নামাজের ইমামতিও করেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সভাপতি আয়েশা আহমেদ,সহ-সভাপতি ওহাব মিঞা,সাধারণ সম্পাদক কাজী জাকারিয়া আরিফ সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা কালাম,প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন,কোষাধক্ষ লিংকন শফিকউল্লাহ,নির্বাহী সদস্য আজাদ আবুল কালাম,সাবেক সভাপতি শামসুজ্জামান শামীম,সাবেক সভাপতি আব্দুল মোতালেব, নবধারা নিউজ'র সম্পাদক আবুল কালাম আজাদ খোকন,শিরিন,রেজা ও প্রিন্স প্রমূখ। রংধনু'র সদস্যবৃন্দের পরিবারবর্গও ইফতারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হরেকরকম ইফতারের আইটেমের মধ্যে ছিল খেজুর, মুড়ি, বুট, পেঁয়াজু, বেগুনি,আলুর চপ, হালিম,জিলাপী,তেহারী,আর নানা স্বাদের ফল ও চা-কফি ইত্যাদি।