সিডনি প্রতিনিধিঃ রোজাদারের জন্য ইফতার এক অন্যরকম আনন্দের মুহূর্ত। রাসূল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যে কেউ কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার পূর্ণ সওয়াব পাবে। যদিও ইফতারটি হয় একটি খেজুর কিংবা একগ্লাস পানির দ্বারা।’ রাসূল (সা.) অরো বলেছেন, ‘রমজানের প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু তায়ালা বহু জাহান্নামিকে মুক্তি দেন।’ গত ৪ঠা জুন রবিবারে ল্যকেম্বার রংধনু অফিসে রংধনু সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীদের সম্মানে এক ইফতার পার্টি অনুষ...্ঠিত হয়েছে। ইফতার অনুষ্ঠানে রংধনুর প্রেসিডেন্ট আয়েশা আহমেদ বলেন, উপস্থিত সকলকে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতি আয়েশা আহমেদ ইফতার ও ডিনার শেষে সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আবুল কালাম আজাদ খোকন ইফতারের পূর্বে মোনাজাতে পরম করুনাময় মহান আল্লাহর নিকট শোকর করে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করেন। এরপর মাগরিবের নামাজের ইমামতিও করেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সভাপতি আয়েশা আহমেদ,সহ-সভাপতি ওহাব মিঞা,সাধারণ সম্পাদক কাজী জাকারিয়া আরিফ সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহীন আক্তার স্বর্ণা কালাম,প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন,কোষাধক্ষ লিংকন শফিকউল্লাহ,নির্বাহী সদস্য আজাদ আবুল কালাম,সাবেক সভাপতি শামসুজ্জামান শামীম,সাবেক সভাপতি আব্দুল মোতালেব, নবধারা নিউজ'র সম্পাদক আবুল কালাম আজাদ খোকন,শিরিন,রেজা ও প্রিন্স প্রমূখ। রংধনু'র সদস্যবৃন্দের পরিবারবর্গও ইফতারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হরেকরকম ইফতারের আইটেমের মধ্যে ছিল খেজুর, মুড়ি, বুট, পেঁয়াজু, বেগুনি,আলুর চপ, হালিম,জিলাপী,তেহারী,আর নানা স্বাদের ফল ও চা-কফি ইত্যাদি।