রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

কবি নজরুল আমিন জুয়েলের কবিতা পূর্ণতা


*পূর্ণতা
-নজরুল আমিন জুয়েল 

আমার হৃদয়ে আশ্রয় দেওয়ার মতো
সামথ্য কখনোই ছিল না
মানুষকে ভালোবাসার পরম ইচ্ছে নিয়েই তো
জন্ম আমার -

মানুষের দেওয়া যন্ত্রণায়, কষ্টে ভুলেছি আমার ইচ্ছে  !
ইচ্ছেটা না হয়,  রেখেই দেব প্রিয়সখার জন্য
এক নারীকে ভালোবাসায় পূর্ণতা পাবে
 ক্ষনিকের  জন্ম। 

সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

* নির্বাচিত কবিতা-- 'থেমে থাকা কলম ' : মলি ইসলাম



  **থেমে থাকা কলম
                        মলি ইসলাম

আমি চাই তুমি লিখো...
তোমার মনের অব্যক্ত কথাগুলো।
তুমি দৃঢ়তার সাথে ব্যক্ত করো।
মানব জীবন বড়ই বিচিত্রময় ;

এখানে আছে প্রতি ক্ষণেক্ষণে ভয়,
দ্বিধা আর সংশয়।
এসব কে ভয় পেলে কি হয়?
আরো আছে না পাওয়ার বেদনা
পেয়ে হারানোর যন্ত্রণা ।

এসবকে তুচ্ছ মনে করে
যে সামনে এগিয়ে যায়
সেই তো আসল অগ্নিমানব।
তোমাকেও সামনে এগিয়ে যেতে হবে

পিছনের সব জরাজীর্ণ ভুলে
দৃঢ়তার সাথে নতুন উদ্যমে
অগ্নিমানব হতেই হবে।
তোমার কলম যেন থেমে না থাকে-কখনো।

তোমার অতৃপ্ত বাসনা,
না পাওয়ার বেদনা সব সব
তুমি তোমার কলমের আঁচড়ে
তুলে ধরো।

দেখবে তখন তোমার মনে
কতটা প্রশান্তি আসে।
তাই বলছি তুমি লিখো
থেমে থেকো না যেন।

আমি আছি তোমার পাশে
তোমার কলমের সঙ্গী হয়ে।
এখানে আমার কোন স্বার্থ নেই
শুধুই চাই থেমে থাকা কলমটা যেন-
লিখে যায় অবিরত...



তাতেই হবে আমার স্বার্থকতা
আমি পাবো কিছুটা পূর্ণতা..