রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

কবি নজরুল আমিন জুয়েলের কবিতা পূর্ণতা


*পূর্ণতা
-নজরুল আমিন জুয়েল 

আমার হৃদয়ে আশ্রয় দেওয়ার মতো
সামথ্য কখনোই ছিল না
মানুষকে ভালোবাসার পরম ইচ্ছে নিয়েই তো
জন্ম আমার -

মানুষের দেওয়া যন্ত্রণায়, কষ্টে ভুলেছি আমার ইচ্ছে  !
ইচ্ছেটা না হয়,  রেখেই দেব প্রিয়সখার জন্য
এক নারীকে ভালোবাসায় পূর্ণতা পাবে
 ক্ষনিকের  জন্ম। 
Share: