Write is a minimal Blogger theme for users focused on writing. It's designed to keep decorations to a minimum and put your writing in the spotlight.
নিসর্গ সময়
-কবি ফাহমিদা ইয়াসমিন
জলডোরা সাপের মতো আঁচলে মুখ গুঁজে
শীতল হয় পালকির বাহক।
ঘুঘুর ডাকা তপ্তদুপুরে সাঁতার কেটে
জলে আঁকে ক্যানভাস।
এযেন বারোয়ারি দূশ্যাবলী।
যেভাবে লতাপাতা ঘেরা অন্ধকার ডালে
মৌমাছি সাজায় বাসর।
ঠিক সেভাবেই কিচিরমিচির টুংটাং সুর তুলে
তোমার প্রেম।
আত্মপ্রতিকৃতি'র তীব্র সার্চ লাইটের মতো
চোখে খুঁজি নিসর্গ সময়।
দেখা বা না দেখা
-কবি নুরুননাহার ডলি
আমরা মানুষেরা এই পার্থিব পৃথিবীতে বাস করি।
বিলম্বিত এবং পিছনের দিকে না তাকিয়ে চলি ।
আমারা কোন কিছু না দেখেই ভ্রমণ অথবা ভ্রমণ না করেই চলি।
আমাদের পৃথিবীটা অনেক বড় এবং রহস্যপূর্ণ ।
আমাদের আছে লম্বা ইতিহাস -অনাচছাদিত সত্য
যা আমাদের জীবনে তৈরি করে শান্তি।
আমাদের কারণ খোঁজার সময়ের বড় অভাব।
কিন্তু সামনে এগিয়ে যেতে হবে দৃঢ় পায়ে।
আমরা লম্বা ছুটিতে যেতে চাই কেন আমরা আরাম খুঁজি?
আমাদের জীবন তো ক্ষণস্থায়ী।
সমস্যা সমাধানের জন্য তৈরি হও,
অন্য কোন পথ নেই ।
আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে,
যেভাবে আলো নিভে যায়।
সুতরাং আমাদের চৈতন্য থাকতে চেষ্টা চালাতে হবে অবিরাম।
সৃজনশীল ব্যক্তি সৃজনশীলতা খোঁজে দেখা বা না দেখা সব বিষয়ের মাঝে।