নিসর্গ সময়
-কবি ফাহমিদা ইয়াসমিন
জলডোরা সাপের মতো আঁচলে মুখ গুঁজে
শীতল হয় পালকির বাহক।
ঘুঘুর ডাকা তপ্তদুপুরে সাঁতার কেটে
জলে আঁকে ক্যানভাস।
এযেন বারোয়ারি দূশ্যাবলী।
যেভাবে লতাপাতা ঘেরা অন্ধকার ডালে
মৌমাছি সাজায় বাসর।
ঠিক সেভাবেই কিচিরমিচির টুংটাং সুর তুলে
তোমার প্রেম।
আত্মপ্রতিকৃতি'র তীব্র সার্চ লাইটের মতো
চোখে খুঁজি নিসর্গ সময়।