শিল্পসাহিত্যঃ
দুর্ভিক্ষ চলছে নিঃশ্বাসের দুর্ভিক্ষ
দুর্ভিক্ষ চলছে ভালোবাসার দুর্ভিক্ষ
এ শহরে দুর্ভিক্ষ চলে লজ্জা ও কৃতজ্ঞতার।
এখানে কেউ এসো না, এরা সবাই অহংকারী।
দুর্ভিক্ষ চলছে সত্যের দুর্ভিক্ষ
এখানে কেউ এসো না
কেউ কথা রাখবে না।
চেয়ে দেখো এটা মৃত্যুর মিছিল
এখানে পরাজয় নেই আছে ধ্বংস হওয়া।
ঠিক যেমন আর্নেস্ট হেমিংওয়ে
তিনিও পরাজিত হতে চাননি
অথচ ধ্বংস হয়েছিলেন লড়াই করতে করতে।
আর ধ্বংসের পরতো পরাজয় আসতে বাধ্য
তাইতো আর্নেস্ট ধ্বংসের পর হয়েছেন পরাজিত।
অতএব, অন্ধকার এ শহরে অন্ধকার গহ্বরে এসো না।
এখানে কতগুলো কীট সর্বদা মৃত্যুর মিছিল করে
এখানে ধ্বংস নিশ্চিত।
জেনে রেখো ধ্বংসের পরেইতো আসে পরাজয়।