আমাদের বাংলাদেশ,অস্ট্রেলিয়া প্রতিনিধিঃ আবুল কালাম আজাদ খোকন হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেরডর হিসাবে নিয়োগ পেলেন এ মাসে। তিনি হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার মেইল এডভোকেট হিসাবে কাজ করেছেন কয়েক মাস। এরপর হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার বোর্ডের সব ধরনের কার্যক্রম সন্পন্ন হওয়ার পর বোর্ডের সর্বোচ্চ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত নভেম্বর'২০১৬তে সিডনিতে অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন পুর্বক গ্রাজুয়েশন সাটিফিকেট প্রদান করা হয় এবং হোয়াইট রিবন অ্যাম্বাসেরডর কোট পিন পড়িয়ে দেন বোর্ডের কর্মকর্তা পিটারসন ওপিএ। তারপরে অ্যাম্বাসেরডর হিসাবে শপথ গ্রহন করেন আবুল কালাম আজাদ।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশী কমিউনিটির মধ্যে তিনিই প্রথমবারের মতো হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেরডর হিসাবে সন্মানজনক অবৈতনিক নিয়োগ পেলেন। হোয়াইট রিবন অস্ট্রেলিয়ান ডে ২৫শে নভেম্বর। আর এই দিবসকে সামনে রেখে অ্যাডভান্স ডাইভারসিটি সার্ভিসেস গত ১৯ নভেম্বর সিডনিতে একটি সাংবাদিক প্রেস কনফারেন্সের আয়োজন করেন হোয়াইট রিবনের আমন্ত্রণে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেরডর পিটারসন।
গোটা বিশ্বে ডোমেষ্টিক ভায়োলেন্স নারী নির্যাতন বেড়েই চলেছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে এর আনুপাতিক হাড় বেশী। নারী বিভিন্ন ক্ষেত্রে শারীরিক বা মানুষিক ভাবে নির্যাতিত হচ্ছেন। আর এই নির্যাতন প্রতিহত করাই হল হোয়াইট রিবন মেইল এডভোকেট এবং হোয়াইট রিবন অ্যাম্বাসেরডর এর নৈতিক কাজ।
বিভিন্ন কমিউনিটি থেকে (চাইনিজ,নেপালিজ,পাকিস্তানী ও বাংলাদেশী) মোট ২০ জন মেইল এডভোকেট এবং ৪ জন অ্যাম্বাসেরডর নিয়োগ দেওয়া হয়। তারমধ্যে নতুন ৩ জন বাংলাদেশী হোয়াইট রিবন মেইল এডভোকেট হিসাবে শপথ নেন যথাক্রমে-সাইফুল ইসলাম শরীফ(রনি), মনজুর আহমদ খান এবং আ. ফ. ম. মারুফ। শুধুমাত্র একজন জন বাংলাদেশী হোয়াইট রিবন অ্যাম্বাসেরডর হন। আর আবুল কালাম আজাদ খোকনই প্রথম অ্যাম্বাসেরডর।
এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ খোকনের অনুভূতি-"আমি হোয়াইট রিবন অস্ট্রেলিয়া মেইল অ্যাম্বাসেডর হিসাবে অত্যান্ত খুশী। এখন আরো সুন্দর কাজের প্রত্যাশা বেড়ে গেল। ধন্যবাদ হোয়াইট রিবন অস্ট্রেলিয়া ও এডিএস এবং সবাইকে।
বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন এস বি এস রেডিও চ্যানেলের সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন, যমুনা টেলিভিশনের অষ্ট্রেলিয়ার প্রতিনিধি হাসান তারেক, চ্যানেল আই টেলিভিশনের অষ্ট্রেলিয়ার প্রতিনিধি বাবু আসওয়াদ, মুক্তমঞ্চ সম্পাদক আল নোমান শামীম, নবধারা সম্পাদক আবুল কালাম আজাদ খোকন এবং সুপ্রভাত সিডনীর প্রতিনিধি। নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
গত নভেম্বর'২০১৬তে সিডনিতে অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মান প্রদর্শন পুর্বক গ্রাজুয়েশন সাটিফিকেট প্রদান করা হয় এবং হোয়াইট রিবন অ্যাম্বাসেরডর কোট পিন পড়িয়ে দেন বোর্ডের কর্মকর্তা পিটারসন ওপিএ। তারপরে অ্যাম্বাসেরডর হিসাবে শপথ গ্রহন করেন আবুল কালাম আজাদ।
অস্ট্রেলিয়াতে বাংলাদেশী কমিউনিটির মধ্যে তিনিই প্রথমবারের মতো হোয়াইট রিবন অস্ট্রেলিয়া অ্যাম্বাসেরডর হিসাবে সন্মানজনক অবৈতনিক নিয়োগ পেলেন। হোয়াইট রিবন অস্ট্রেলিয়ান ডে ২৫শে নভেম্বর। আর এই দিবসকে সামনে রেখে অ্যাডভান্স ডাইভারসিটি সার্ভিসেস গত ১৯ নভেম্বর সিডনিতে একটি সাংবাদিক প্রেস কনফারেন্সের আয়োজন করেন হোয়াইট রিবনের আমন্ত্রণে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেরডর পিটারসন।
গোটা বিশ্বে ডোমেষ্টিক ভায়োলেন্স নারী নির্যাতন বেড়েই চলেছে। তৃতীয় বিশ্বের দেশগুলিতে এর আনুপাতিক হাড় বেশী। নারী বিভিন্ন ক্ষেত্রে শারীরিক বা মানুষিক ভাবে নির্যাতিত হচ্ছেন। আর এই নির্যাতন প্রতিহত করাই হল হোয়াইট রিবন মেইল এডভোকেট এবং হোয়াইট রিবন অ্যাম্বাসেরডর এর নৈতিক কাজ।
বিভিন্ন কমিউনিটি থেকে (চাইনিজ,নেপালিজ,পাকিস্তানী ও বাংলাদেশী) মোট ২০ জন মেইল এডভোকেট এবং ৪ জন অ্যাম্বাসেরডর নিয়োগ দেওয়া হয়। তারমধ্যে নতুন ৩ জন বাংলাদেশী হোয়াইট রিবন মেইল এডভোকেট হিসাবে শপথ নেন যথাক্রমে-সাইফুল ইসলাম শরীফ(রনি), মনজুর আহমদ খান এবং আ. ফ. ম. মারুফ। শুধুমাত্র একজন জন বাংলাদেশী হোয়াইট রিবন অ্যাম্বাসেরডর হন। আর আবুল কালাম আজাদ খোকনই প্রথম অ্যাম্বাসেরডর।
এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ খোকনের অনুভূতি-"আমি হোয়াইট রিবন অস্ট্রেলিয়া মেইল অ্যাম্বাসেডর হিসাবে অত্যান্ত খুশী। এখন আরো সুন্দর কাজের প্রত্যাশা বেড়ে গেল। ধন্যবাদ হোয়াইট রিবন অস্ট্রেলিয়া ও এডিএস এবং সবাইকে।
বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্হিত ছিলেন এস বি এস রেডিও চ্যানেলের সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন, যমুনা টেলিভিশনের অষ্ট্রেলিয়ার প্রতিনিধি হাসান তারেক, চ্যানেল আই টেলিভিশনের অষ্ট্রেলিয়ার প্রতিনিধি বাবু আসওয়াদ, মুক্তমঞ্চ সম্পাদক আল নোমান শামীম, নবধারা সম্পাদক আবুল কালাম আজাদ খোকন এবং সুপ্রভাত সিডনীর প্রতিনিধি। নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।