ছবি: সংগৃহীত
অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে লিবিয়া থেকে ৩৭ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়েছে।
গত রোববার লিবিয়ায় চার বাংলাদেশি মানবপাচারকারীকে গ্রেফতার এবং তাদের বন্দিশালা থেকে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধারের খবর জানায় দূতাবাস।
মঙ্গলবারের পোস্টে বলা হয়েছে, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার উপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।
আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা’ বন্দি শিবিরে রাখা হয়েছে। দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে।
আটক বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অতি সম্প্রতি লিবিয়ায় ঢোকার কথা জানিয়েছেন বলে দূতাবাস।