সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

মালয়েশিয়ায় আরটিভির ১২ তম জন্মদিন পালন

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া প্রতিনিধি: আরটিভি’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া প্রবাসীরা। ২৫ ডিসেম্বর রোববার রাত ১২ টা ০১ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের তিতিওয়াংসার গ্রীন লিভস রেস্টুরেন্টে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন প্রবাসীরা।এ সময় কেক কাটার পাশাপাশি আরটিভি’র উত্তরোত্তর শুভেচ্ছা কামনা করেন।
প্রবাসে আরটিভির জনপ্রিয়তা ধরে রাখতে যারা প্রতিনিয়ত কাজ করছেন সেই কলাকুশলি ও এর সঙ্গে সম্পৃক্ত সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।
কোতারায়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও কমিউনিটি নেতা রাশেদ বাদল তার বক্তব্যে বলেন, আরটিভি প্রবাসী সংবাদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করে এবং তা ফেইসবুক পেইজেও নিয়মিত শেয়ার করে। এ কারনেই প্রবাসে আরটিভি’র জনপ্রিয়তা এতবেশি। বিশিষ্ট ব্যাবসায়ী ওহিদুর রহমান ও হাজী জাকারিয়া বলেন,আরটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি এস এম রহমান পারভেজ বলেন, আরটিভি মালয়েশিয়াতে সবচেয়ে বেশি খবর প্রচার করে। সবার আগে খবর পৌছে দিতে আরটিভি প্রতিনিধি যেভাবে কাজ করছে অন্যদেরও সেভাবে কাজ করার পরামর্শ দেন।
শ্রমিক নেতা শাহ আলম হাওলাদার এক মন্তব্যে বলেন, প্রবাসে আমাদের সকল কর্মকাণ্ড সুন্দর করে টেলিভিশনে তুলে ধরে আরটিভি যা সারাবিশ্বের মানুষ দেখতে পায়। ভালো প্রতিবেদন প্রচারের মাধ্যমে প্রবাসীদের হৃদয়ে স্থান করে নেয়ায় ধন্যবাদ জানান।
মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রধান এমদাদুল হক সবুজ মামা বলেন, প্রবাসে দেশীয় সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কাজ করছে আরটিভি। প্রবাসীদের সমস্যা নিয়ে আরো বেশি প্রতিবেদন প্রচার করার জন্য আরটিভি‘র দৃষ্টি আকর্ষণ করেন।
বিশিষ্ঠ ব্যাবসায়ী কাজী সালাহউদ্দিন বলেন, আরটিভি শুধু সংবাদে নয় নাটক ও অন্যান্য প্রোগ্রামেও সেরা।এক যুগ পূর্তিতে এর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক প্রবাসীরা অংশ নেন।
Share: