মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

বিদায় বর্ষের স্মরণে সহিদুল ইসলামের কবিতা


হে বন্ধু বিদায়
-কবি সহিদুল ইসলাম 

আর ডেকোনা বন্ধু, ভেসো না চোখের জলে,
যাচ্ছি ফিরে, ধীরেধীরে, স্মৃতির অন্তরালে।
জড়াইয়ো না মায়ার জালে দাওহে বন্ধু বিদায়,
সময়ের কাছে আজিকে বন্ধু বড়ই অসহায়।

বুঝে নাবুঝে, করেছি ভুল মনেরই সংগোপনে,
সবিনয়ে আমি চাইছি ক্ষমা আত্নসমর্পনে।
ভুল বুঝে অভিশাপ  বন্ধু দিয়োনা কভু আমায়,
সময়ের কাছে আজিকে বন্ধু বড়ই অসহায়।

তোমাদের যত দিয়েছি যাতনা বন্ধু জনে জনে,
ক্ষমিও অন্যায় বন্ধু ওগো, রেখোনা ওসব মনে।
বিদায় বেলায় অবুঝ আঁখি বুঝ মানেনা হায়,
সময়ের কাছে আজিকে বন্ধু বড়ই অসহায়।

রাগ করেছি, সময়ে আবার করেছি অভিমান,
রিক্ত আমি, শপথ করেছি রাখতে সবার মান।
মায়ার বাঁধন সহজেই কি ছিন্ন করা যায়?
সময়ের কাছে আজিকে বন্ধু বড়ই অসহায়।

প্রয়াস ছিল, বন্ধুর পথ সদা করিতে মসৃণ,
তবু যেন তোমাদের কাছে রইলো আমার ঋণ।
করি মিনতি জড়িওনা মোরে বিদ্বষের হিস্যায়,
সময়ের কাছে আজিকে বন্ধু বড়ই অসহায়।

ভুলে যাও সব বেদনা-যাতনা, দু:খ আছে যত,
জীবনটা আজ ভরে উঠুক শান্তিতে অবিরত।
রাত পোহালে নব প্রভাত ভরবে নয়া আভায়
সময়ের কাছে আজিকে বন্ধু বড়ই অসহায়।

অব্যক্ত যত যাতনা মনে আরো আছে গ্লানি,
শোধাই ওগো বন্ধু আজি শান্তির অভয় বাণী।
সুখে থেকো তুমি ভাল থেকো, বিদায় বন্ধু বিদায়,
সময়ের কাছে আজিকে বন্ধু বড়ই অসহায়।

কবি পরিচিতিঃ সহিদুল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী কবি ও লেখক।
Share: