সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

সিঙ্গাপুর সাইবার ইউজার দলের জালিয়াতি কমিটি গঠিত

স্বপন ওয়াহিদ,সিঙ্গাপুর প্রতিনিধিঃ গত ২৯শে জানুয়ারি,২০১৭ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এস আলম রাজীব,সাধারণ সম্পাদক শহিদুর রহমান ও  সাংগঠনিক সম্পাদক আল মাহাদী, সহ আন্তর্জাতিক সম্পাদক খান মুহাম্মদ মনিরের অনুমতি এবং সিঙ্গাপুর যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামালের সুপারিশে জাতীয়তাবাদী সাইবার ইউজার সিঙ্গাপুর শাখা কমিটির অনুমোদন দেন। নব গঠিত জাতীয়তাবাদী সাইবার ইউজার দল সিঙ্গাপুর শাখার কমিটিতে রাজিব আহমদকে সভাপতি, মাসুদ মিশুকে সাধারন সম্পাদক ও আসলাম শাহরিয়ারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নব গঠিত কমিটি নিয়ে সিঙ্গাপুরে তীব্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সিঙ্গাপুর যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামালের স্বাক্ষর জালিয়াতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ হিসাবে সিঙ্গাপুর সাইবার দল গঠনের জন্য পাঠায় সাইবার ইউজার দল সিঙ্গাপুর শাখার নব গঠিত সভাপতি রাজিব আহমেদ।
এই ব্যাপারে সিঙ্গাপুর যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন- আমি সিঙ্গাপুর সাইবার ইউজার দলের কমিটির ব্যাপারে কোন প্রকার সুপারিশ করিনি এবং আমার স্বাক্ষর রাজিব আহমদ জালিয়াতি করেছে। বাংলাদেশে অবস্থান করছেন সিঙ্গাপুর যুবদল সাধারণ সম্পাদক রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি এই ব্যাপারে জানান-রাজিব আহমদ একজন বিতর্কিত, তার নানা দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির অনেক অভিযোগ আছে আর সিঙ্গাপুর যুবদল কোন প্রকার সুপারিশ করেনি এবং যুবদল সভাপতির স্বাক্ষর জালিয়াতির তীব্র নিন্দা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কাছে আমাদের দাবি সঠিক,যোগ্য নেতৃত্বের মাধ্যমে কমিটি গঠন করা হউক।

সিঙ্গাপুর সাইবার ইউজার দল নেতা এবং সভাপতি পদ প্রত্যাশী কামরুল ইসলাম কামরান বলেন-আমরা অচিরেই সিঙ্গাপুর সাইবার ইউজার দল নব গঠিত কমিটির বিলুপ্তি চাই এবং পুনরায় যাচাই বাচাইয়ের মাধ্যমে কমিটি ঘোষণা করা হউক।
Share: