মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

বই মেলায় স্নিগ্ধা বাউলের ‘রাঙতা কাগজ’



এবার অমর একুশে গ্রন্থ মেলায় এসেছে স্নিগ্ধা বাউলের কবিতার বই ‘রাঙতা কাগজ’। বইটি প্রকাশ করেছে নিখিল প্রকাশন। জয়তু চাকমার প্রচ্ছদে কবিতার বইটি সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে ৬৩৬ নম্বর স্টলে। 

লেখিকা বইটি সম্পর্কে বলেছেন, শুভ বসন্ত। আসলেই এ বসন্ত আমার। আজ হাতে পেলাম আমার বসন্ত বাতায়ন। আজ থেকে বই মেলায় পাওয়া যাবে "রাঙতা কাগজ "।

Share: