ফখরুল ইসলাম, জাপান থেকে: জাপান স্বেচ্ছাসেবক লীগের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ সম্মেলন শুরু হয়। পরে সদ্যপ্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাপান প্রবাসী মানিক চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুরুল আমিন রনি। অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক কাউসার হাসান লাজু এবং সাহাবুদ্দিন আহমেদ সাবু।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মাদ টুটুল, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল আলম ভুট্টো ও যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম মাসুম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. আলাউদ্দিন, মীর হোসেন মিলন, ইঞ্জি. জসিম উদ্দিন, ইঞ্জি. হানিফ, জয় ইসালাম, নাজমুল, ফখরুল ইসলাম আজাদ, নাহিদ, সবুজ প্রমুখ।