মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

রক্তাক্ত স্মৃতিময় একুশে ফেব্রুয়ারি

Image result for ফেব্রুয়ারিপৃথিবীর বুকে বিরল ভাষার জন্য জীবন। ভাষার জন্য আত্মত্যাগের মাস ফেব্রুয়ারি। রক্তাক্ত স্মৃতিময় একুশে ফেব্রুয়ারির সেই দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপি তাই পালিত হয় 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। ভাষার জন্য জীবন উৎসর্গকারী বাংলা মায়ের সেসব অদম্য শহীদ সন্তানের জানাই গভীর ও বিন¤্র শ্রদ্ধা। ভাষা শুধু ভাব প্রকাশের প্রধান মাধ্যমই নয়, মানুষের অস্তিত্বের ধারক-বাহক। মনের ভাবাবেগ প্রকাশ ও পারস্পারিক যোগাযোগ সম্পন্ন হয় এ ভাষার ওপর নির্ভর করেই। তাই এই ভাষার শুদ্ধ উচ্চারণ, সঠিক ব্যবহার অতি প্রয়োজন।


একটি শব্দের সাথে আমরা সকলেই এখন অতি পরিচিত তা হল মাদক। যার ছবলে হারাতে বসেছি একটি সুন্দর পৃথিবী। তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ তা গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে। উক্ত সমস্যার সমাধান খুঁজতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরও দিশেহারা। তাই সকলের সহযোগিতায় এই সমস্যা সমাধনের সার্বিক সহযোগিতা কামনা করছি। সম্প্রতি সাংবাদিকতার নামে যে চাঁদাবাজির মহড়া চলছে তার   সুষ্ঠু সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। কারণ একটি সমাজের জন্য অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা বিষাক্ত সাপের ন্যায়। এছাড়াও ঢাকাসহ বিশ্বের  বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বই মেলা। প্রতিটি বই মেলাই সুষ্ঠু, সুন্দর ও মনোরম ভাবে সম্পন্ন হোক সেই প্রত্যাশা করি। সেই সাথে বই এর আলোই আলোকিত হোক সবার জীবন। পরিশেষে সকলের জীবনে সুখ-শান্তি নেমে আসুক, আর সাফল্য-সমৃদ্ধির ঘূর্ণিপাকে মুছে যাক সকল হতাশা আর ব্যর্থতার গ্লানি, সেই প্রত্যাশায়- আল্লাহ হাফেজ।
সম্পাদক
আলোকিত চুয়াডাঙ্গা

Share: