বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

‘জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা থাকা জরুরি’


   
‘জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা থাকা জরুরি’


উন্নত দেশের উদাহরণ দিয়ে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ্ ইনু বলেছেন,  জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা থাকা জরুরি। ১ কোটির উপরে প্রবাসীর দাবি-দাওয়া আদায়ে তাদের প্রতিনিধি থাকলে অনেক কিছুই সহজ হতো এবং প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা দেশের কাজে লাগানো যেত। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের গতি আরও বেগবান হতো।

কাজী ইনু জানান, অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় অবহিত করবেন তিনি। ফ্রান্সের প্যারিসে আয়েবা মহাসচিবের সঙ্গে ইতালি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দেশপ্রিয় নিউজ পরিবারের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। সম্প্রতি ফ্রান্সের রাজধানীর বনানী রেস্টুরেন্টে দেশপ্রিয় নিউজের সম্পাদক সোহেল মজুমদার শিপনের সঙ্গে তার এই শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময়  কাজী ইনুর সহধর্মিণী নেদী উল্ল্যাহ, ছেলে কাজী রোমান উল্ল্যাহ, দেশপ্রিয় নিউজের উপদেষ্টা সম্পাদক খালেদ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ্ ইনু প্রবাসী বাংলাদেশির কল্যাণে তার বিভিন্ন কার্যক্রমের কথা দেশপ্রিয় নিউজ সম্পাদককে জানান। তিনি বলেন, যেকোনো দাবি আদায় ও উন্নয়নের জন্য গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।
Share: