শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

সত্যক সারণি এর ইনপুট (তৃতীয় অধ্যায় ICT - একাদশ দ্বাদশ শ্রেণী)

প্রিয় শিক্ষর্থী বন্ধুরা কেমন আছ? আজকে আলোচনা করব সত্যক সারণীর ইনপুট নিয়ে, জেনে রাখা ভাল সকল গেইট এর সত্যক সারণীর ইনপুট বসানোর নিয়ম একই রকম, সত্যক সারণী করতে হলে তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সত্যক সারণী টেবিল এর কলাম কয়টি হবে আর সারি কয়টি হবে?

সত্যক সারণী টেবিলের কলাম কয়টি হবে তা নির্ভর করে কত ইনপুট বিশিষ্ট গেইট এর সত্যক সারণী করবে তার উপর এবং তার সাথে গেইট এর আউটপুট (আউটপুট সর্বদা একটি) এর উপর । অর্থাৎ তুমি যদি 2 ইনপুট বিশিষ্ট গেইট এর সত্যক সারণী কর তাহলে তার কলাম হবে ইনপুট ও আউটপুট এর যোগফল এর সমান । তাহলে 2 ইনপুট বিশিষ্ট গেইট এর কলাম হবে 3 টি (2 টি ইনপুট এর জন্য এবং 1 টি আউটপুট এর
জন্য) । তাহলে আমরা সহজেই বলতে পাড়ি যদি গেইট এর ইনপুট 3 টি হয় তাহলে কলাম 4 টি (3 ইনপুট + 1 আউটপুট)। তারপর টেবিলের সারি, টেবিলের সারি কয়টি হবে তা শুধুমাত্র গেইট এর ইনপুটের উপর নির্ভর করে, অর্থাৎ গেইট এর ইনপুট 2 টি হলে সারি 4 টি (তবে সবর্দা একটি সারি বেশি নিতে হয় হেডিং লিখার জন্য মানে সারি নিতে হবে 5 টি)।

গেইট এর ইনপুট 3 টি হলে সারি 8 (আট) টি (তবে সবর্দা একটি সারি বেশি নিতে হয় হেডিং লিখার জন্য মানে সারি নিতে হবে 9 টি)।যখন টেবিল আকা শেষ হবে তখন টেবিলে ইনপুট এর মান বসাতে হবে, সর্বদা ইনপুট এর সর্বশেষ কলাম থেকে মান বসাতে হয়, ইনপুট এর সর্বশেষ কলামে একটি 1 একটি 0, আবার একটি 1 একটি 0 এই ভাবে পুরো কলাম টি 1 আর 0 দিয়ে পূরন করতে হবে, একটি কলাম বসানো হলে তার বামপাশের কলামে দুইটি 1 দুইটি 0, আবার দুইটি 1
দুইটি 0 এই ভাবে পুরো কলাম টি 1 আর 0 দিয়ে পূরন করতে হবে, তারপর তার বামপাশের কলাম টিতে চারটি 1 চারটি 0, আবার চারটি 1 চারটি 0 এই ভাবে পুরো
কলাম টি 1 আর 0 দিয়ে পূরন করতে হবে । (এক কথায় ইনপুটের সর্বশেষ (ডানদিকের) ঘর থেকে 1 আর 0 বসিয়ে আসতে হবে, প্রথম কলামে একটি 1 একটি 0
করে তার পরের কলামে দুইটি 1 দুইটি 0 করে, তার পরের কলামে চারটি 1 চারটি 0 করে, পরে আটটি, পরে ষোলটি এই ভাবে চলতে থাকবে সকল কলাম পূরণ না হওয়া পর্যন্ত)।

যদি সফল ভাবে ইনপুট বসাতে পার তার পর আউটপুট বসাতে হবে, আউটপুট বসানোর নিয়ম আলাদা, আউটপুট কি হবে সেটা নির্ভর করে কোন গেইট এর আউটপুট বসাবে তার উপর । আজ এই পর্যন্তই,আল্লাহ হাফেজ।
লেখকঃ -এস এম শরীফ, পরিচালক (আইসিটি কোচিং সেন্টার, ত্রিশা, নোয়াদিয়া, শিবপুর, নরসিংদী)
Share: