নির্বাসনে জঙ্গীবাদ
-কবি ফখরুল হাসান
-কবি ফখরুল হাসান
কাফনের কাপড়ে ডাকা হচ্ছে যখন অসাম্প্রদায়িকতা ...
নির্মম-বর্বর হত্যাকাণ্ডের নীলনকশার জঙ্গীবাদকে
কৌশলে পাঠালে নির্বাসনে ।
মৌলবাদীদের তৎপরতা ও সাম্প্রদায়িকতা মোকাবেলার জন্য। সুপরিকল্পিতভাবে প্রণয় করলে সুদূরপ্রসারী রাজনৈতিক দূরদর্শীতা ।
তোমার নিরন্তর প্রচেষ্টা হবে না ভূলুণ্ঠিত ।
নৈরাজ্যকর পরিস্থিতিতে ভবিষ্যৎভাবনায়
পালন করলে বীরোচিত কর্তব্য ।
নিত্যসঙ্গি হয়ে আছে অসাম্প্রদায়িক মৃত্যুর দ্রুত
কিন্তু বিধাতার ইশারায় বারবার আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে ।
সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক দ্বৈতনীতির কারণে
অসাম্প্রদায়িক বুদ্ধিজীবিদের কাছে তুমি হলে মীরজাফর !
প্রশ্ন তুলবো না রাজনৈতিক প্রজ্ঞা আর বিচক্ষণতা নিয়ে ।
কৈশোরেই রাজনৈতিক দীক্ষাগুরু হিসাবে পেয়েছ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ।
কৌশল নীতির কারণে প্রজন্মের কাছে ভবিষ্যতে উদ্ভাসিত হবে স্বমহিমায় ।
উদারনৈতিকতা অসাম্প্রদায়িক সাম্য-মৈত্রীর
চিরন্তন আদর্শে উদ্ভাসিত হবে তোমার নাম ।
নির্মম-বর্বর হত্যাকাণ্ডের নীলনকশার জঙ্গীবাদকে
কৌশলে পাঠালে নির্বাসনে ।
মৌলবাদীদের তৎপরতা ও সাম্প্রদায়িকতা মোকাবেলার জন্য। সুপরিকল্পিতভাবে প্রণয় করলে সুদূরপ্রসারী রাজনৈতিক দূরদর্শীতা ।
তোমার নিরন্তর প্রচেষ্টা হবে না ভূলুণ্ঠিত ।
নৈরাজ্যকর পরিস্থিতিতে ভবিষ্যৎভাবনায়
পালন করলে বীরোচিত কর্তব্য ।
নিত্যসঙ্গি হয়ে আছে অসাম্প্রদায়িক মৃত্যুর দ্রুত
কিন্তু বিধাতার ইশারায় বারবার আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে ।
সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক দ্বৈতনীতির কারণে
অসাম্প্রদায়িক বুদ্ধিজীবিদের কাছে তুমি হলে মীরজাফর !
প্রশ্ন তুলবো না রাজনৈতিক প্রজ্ঞা আর বিচক্ষণতা নিয়ে ।
কৈশোরেই রাজনৈতিক দীক্ষাগুরু হিসাবে পেয়েছ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ।
কৌশল নীতির কারণে প্রজন্মের কাছে ভবিষ্যতে উদ্ভাসিত হবে স্বমহিমায় ।
উদারনৈতিকতা অসাম্প্রদায়িক সাম্য-মৈত্রীর
চিরন্তন আদর্শে উদ্ভাসিত হবে তোমার নাম ।