স্তব্ধতা
-কবি ফখরুল হাসান
-কবি ফখরুল হাসান
মধুমাসের ঝিঁ ঝিঁ পোকার ডাক যেন তোমার হাসি মুখে...
এই হাসির জন্য ঘোষণা করতে চেয়েছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ ।
পাড়ি দিতে চেয়েছিলাম জিরো ডিগ্রির
তেরো নদী আর সাত সমুদ্র ।
এই হাসির জন্য ঘোষণা করতে চেয়েছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ ।
পাড়ি দিতে চেয়েছিলাম জিরো ডিগ্রির
তেরো নদী আর সাত সমুদ্র ।
টিনের চালের বৃষ্টির শব্দের মতো হাসি দেখতে
সহস্রবার হয়েছি বারো ভূঁইয়াদের শ্রেষ্ঠ বীর ঈশা খাঁ
তাজমহলের রূপকার সম্রাট শাহ্জাহান
লাইলীর মজনু আর শিরীর ফরহাদ ।
সহস্রবার হয়েছি বারো ভূঁইয়াদের শ্রেষ্ঠ বীর ঈশা খাঁ
তাজমহলের রূপকার সম্রাট শাহ্জাহান
লাইলীর মজনু আর শিরীর ফরহাদ ।
এক চিলতে পদ্ম ফোঁটা হাসির জন্য
জল্লাদের কাছে নিজেকে উৎস্বর্গে ছিলাম প্রস্তুত
জাতিসংঘে বহুবার আবেদন করেছিলাম
একটি প্রেমময় হাসি দিবস চাই ।
জল্লাদের কাছে নিজেকে উৎস্বর্গে ছিলাম প্রস্তুত
জাতিসংঘে বহুবার আবেদন করেছিলাম
একটি প্রেমময় হাসি দিবস চাই ।
কদমের মতো মনোহর হাসির জন্য মরু সাহারায়
বানাতে চেয়েছিলাম সীমাহীন সাগর ।
ডেকে দিতে চেয়েছিলাম চাঁদের ঐ মুখ
হিমালয়ে ওড়াতে চেয়েছিলাম তুষার এর মতো শুভ্র হাসির পতাকা ।
আকাশে উড়িয়ে ছিলাম হাজার রঙের প্রণয়ের ঘুড়ি ।
বানাতে চেয়েছিলাম সীমাহীন সাগর ।
ডেকে দিতে চেয়েছিলাম চাঁদের ঐ মুখ
হিমালয়ে ওড়াতে চেয়েছিলাম তুষার এর মতো শুভ্র হাসির পতাকা ।
আকাশে উড়িয়ে ছিলাম হাজার রঙের প্রণয়ের ঘুড়ি ।
অথচ হাসিহীন তোমাকে দেখে
আজ আমার পৃথিবী স্তব্ধ ।
হাসিহীন তুমি গ্রন্থিত চোরাকাঁটা অথবা মৃত লাশ
আজ ঠোঁটে জমা পৃথিবীর সমস্ত মেঘ
চোখে এখন মৃত্যুর পরোয়ানা
জীবন যেন বেদনার আলপনার নীল সীমানা প্রাচীর ।
আজ আমার পৃথিবী স্তব্ধ ।
হাসিহীন তুমি গ্রন্থিত চোরাকাঁটা অথবা মৃত লাশ
আজ ঠোঁটে জমা পৃথিবীর সমস্ত মেঘ
চোখে এখন মৃত্যুর পরোয়ানা
জীবন যেন বেদনার আলপনার নীল সীমানা প্রাচীর ।