শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭

সন্ধ্যায় দেখা নরসুন্দা -কবি ফখরুল হাসান

সন্ধ্যায় দেখা নরসুন্দা
-কবি ফখরুল হাসান



এসেছো নীরবে নির্রঝরে বৈশাখী হাও...
আবার চলে গেলে রংধনুর আবির ছড়িয়ে ।
কে গো তুমি মায়াবিনী ?
হ্নদয় মন্দিরে ঘন্টা বাজালে ;
পথিকের পথ চলা কাশ ফুলে সাজালে !
ঐ মায়াবী হরিণী চোখের মায়া জালে জড়ালে ।
গোলাপের পাপড়িতে চোখ দুটো সাজালে
নিস্পাপ মুখ দেখেছে কবির অপলক চোখ ।
লাজলজ্জা ভুলে গিয়ে ঐ চোখে রেখেছি দুইটি চোখ ,
ঐ ময়ূরী চোখের গভীরে বহুকাল ডুবে ছিলো মন ।
এমন কি ডুবে ছিলো , মন পবনের প্রেমের ডিঙি নাউ
কন্ঠ রুদ্ধ হয়ে আসে তোমার ঐ চোখ ভাষা পড়ে
অমাবস্যার অন্ধকারের মতো , রাতের নরসুন্দাকে দেখেছি চোখে ।
নিদ্রায় বিভোর ক্লান্ত দেহে বিছানায় আশ্রয় নেয় মায়াবী ঐ চোখ ।
তন্দ্রাজাগরণে বিস্ময়ে তাকিয়ে দেখি ঐ চোখেই পৃথিবী থেমে গেছে ।
অন্তহীন পথের পথিক , চোখের পাপড়িতে গন্তব্য পেয়েছে ।
ঝিনুকের মুক্তার মত দুটো চোখ যখন খোল !
ভুলে যায় আত্মঘাতি জঙ্গী ধর্মের নামে ভুল জিহাদের কথা ।
দুর্লভ উর্বশী তুমি , অমূল্য মায়াবী চোখের মায়া হরিণী ।
য়া হয়ে ,
Share: