জরিনার কাবিননামা
-কবি জেসমীন আলম মিনমিন
টাকার কাছে বাঁধা ছিলো,জরিনার কাবিননামা
আর বাসর রাত,গারর্মেনটস মালিকের ওভার টাইমে...
তাই বলে কি ভালবাসার সাত কাহন
সুখ পাখি সাত রঙ্গে
মাখবে না আবীর রং ?
কিশোরী জরিনা দেখেছে ক্ষুধা কি?
হাডডি ছোয়া বাবার রিকশা চালানো,
এদো কাদা মাখা স্যাঁতস্যাতে বস্তি ঘরের আবহাওয়া
পচা পানতা খেয়ে বেঁচে থাকার সংগ্রাম ।
বারো ছুঁই ছুঁই জরিনার প্রথম কাজ ছিলো
আমাদের বাসায় হাড়ি ,পাতিল মাজার,
বলেছিলো,আফা ,আমনে কতো সুন্দর !
বই খাতা আছে,আমার নাই।
সেই জরিনা চৌদ্দতে গারর্মেনটস শ্রমিক,
পাশাপাশি আরো হাজার হায়েনার লোলুপ দৃষ্টি
এড়িয়ে ধরেছিলো ছমিরের হাত,
বিয়ের ফুল পুরোপুরি ফুটেছিলো
জরিনার নাম হয়েছিলো বিবাহিতা,
হয়নি কাবিননামা,হয়নি বাসর রাত।
-কবি জেসমীন আলম মিনমিন
টাকার কাছে বাঁধা ছিলো,জরিনার কাবিননামা
আর বাসর রাত,গারর্মেনটস মালিকের ওভার টাইমে...
তাই বলে কি ভালবাসার সাত কাহন
সুখ পাখি সাত রঙ্গে
মাখবে না আবীর রং ?
কিশোরী জরিনা দেখেছে ক্ষুধা কি?
হাডডি ছোয়া বাবার রিকশা চালানো,
এদো কাদা মাখা স্যাঁতস্যাতে বস্তি ঘরের আবহাওয়া
পচা পানতা খেয়ে বেঁচে থাকার সংগ্রাম ।
বারো ছুঁই ছুঁই জরিনার প্রথম কাজ ছিলো
আমাদের বাসায় হাড়ি ,পাতিল মাজার,
বলেছিলো,আফা ,আমনে কতো সুন্দর !
বই খাতা আছে,আমার নাই।
সেই জরিনা চৌদ্দতে গারর্মেনটস শ্রমিক,
পাশাপাশি আরো হাজার হায়েনার লোলুপ দৃষ্টি
এড়িয়ে ধরেছিলো ছমিরের হাত,
বিয়ের ফুল পুরোপুরি ফুটেছিলো
জরিনার নাম হয়েছিলো বিবাহিতা,
হয়নি কাবিননামা,হয়নি বাসর রাত।