শনিবার, ২২ এপ্রিল, ২০১৭

উৎসবমুখর পরিবেশে রাজশাহী ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

সিডনি (অস্ট্রেলিয়া) প্রতিনিধিঃ পারষ্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি আর সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে এবার রাজশাহী ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী। গত ১৪ই এপ্রিল শুক্রবার থেকে ১৬ই এপ্রিল রবিবার (তিন দিন ব্যাপী) ক্যানবেরাতে এক্স-ক্যাডেটরা স্বপরিবারে উদযাপন করে তাঁদের প্রথম পুনর্মিলনী। বাংলা নববর্ষের আমেজ আর এক্স-ক্যাডেটদের মিলনমেলা তিনটি দিনকে আনন্দ-উল্লাসে পরিপূর্ণ করে তুলেছিল নিঃসন্দেহে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় তাদের অনুষ্ঠানটি। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের তিন দিনের পর্বে ছিলো- এক্স-ক্যাডেটদের অপরাপর পরিবারের সাথে পরিচিত পর্ব, আড্ডা,পিঠা পর্ব,বারবারকিউ, সাধারন মিটিং,ক্যানবেরাতে বাস ট্যুর, ফটো সেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় ব্যান্ড সোলস সঙ্গীত পরিবেশন করেন সবশেষ দিনটিতে। এভাবেই রাজশাহী ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেটদের প্রথম পুনর্মিলনীর সুন্দর মুহূর্তগুলি কেটে যায়। উল্লেখ্য, বিগত ২০১৫ সালের অস্ট্রেলিয়াতে রাজশাহী ক্যাডেট কলেজের এক্স-ক্যাডেটদের প্রতিষ্টিত হয়। Old rajshahi cadets association(ORCA) http://orcaaustralia.org.au
Share: