নিউজ ডেস্ক: রমজানের পবিত্র মাস প্রায় শেষ লগ্নে। এই পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হলো ইফতার। রসূল (সা.) বলেন: কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ঐ ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে অথচ রোজা পালনকারীর নেকী মোটেই কমানো হবে না।
গত ২৩শে ই জুন শুক্রবার জুন্মাতুল বিদাতে সিডনির স্হানীয় রেষ্টুরেন্ট "রসনা বিলাস" এ নবধারা নিউজ'র আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলয়াৎ ও মোনাজাত পরিচালনা করেন মো: আবুল কালাম আজাদ খোকন। উক্ত ইফতার পার্টি দোয়াতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। পরে আগত অতিথিদের মাঝে ইফতার ও ডিনার পরিবেশন করা হয়।
উক্ত পার্টিতে বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস,বি,এস রেডিও বাংলা বিভাগের প্রযোজক
এবং জন্মভুমি টিভি'র প্রধান আবু রেজা আরেফিন, মুক্তমন্চের সম্পাদক নোমান শামীম,চ্যানেল আই'র সিডনি প্রতিনিধি বাবু আসওয়াদ, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, নবধারা নিউজ রিপোর্টার ড. সৈয়দ ফাওযুল আজীম (চঞ্চল)।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবু সিইও ষ্টাডিনেট, রংধনু সংগঠনের সাবেক সভাপতি শামসুজ্জামান শামীম,একান্টটেন্ট লিংকন শফিউল্লাহ,আরমান, মারুফ এবং পরিবারবর্গ। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সন্পাদক আজাদ খোকন ইফতার পার্টি শেষ করেন।
উক্ত পার্টিতে বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস,বি,এস রেডিও বাংলা বিভাগের প্রযোজক
এবং জন্মভুমি টিভি'র প্রধান আবু রেজা আরেফিন, মুক্তমন্চের সম্পাদক নোমান শামীম,চ্যানেল আই'র সিডনি প্রতিনিধি বাবু আসওয়াদ, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, নবধারা নিউজ রিপোর্টার ড. সৈয়দ ফাওযুল আজীম (চঞ্চল)।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাবু সিইও ষ্টাডিনেট, রংধনু সংগঠনের সাবেক সভাপতি শামসুজ্জামান শামীম,একান্টটেন্ট লিংকন শফিউল্লাহ,আরমান, মারুফ এবং পরিবারবর্গ। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সন্পাদক আজাদ খোকন ইফতার পার্টি শেষ করেন।