শনিবার, ২২ জুলাই, ২০১৭

কবি ফখরুল হাসানের কবিতা - আঠারো বছর পরে দেখা

আঠারো বছর পরে দেখা
-কবি ফখরুল হাসান

লোকে বলে সাধনাতে করা যায় অসাধ্য সাধন
আঠারো বছর পরে মিললো সেই পাহাড় সমান ধন
এক পলকের একটু দেখা কোটি দিনের সেরা
আজকের রাতটি শুধুই আমায় সুখ দিলো ধরা ।

এই দিনটির অপেক্ষাতে কেটেছে কত যে প্রহর
তোমার হাতের স্পর্শের চা বেহেস্তের নহর ধরা
দিলো আজকে পৃথিবীর সুখেরী বহর বানেছা
পরী তুমি আমি সেই বাদশা গহর ।

বসে বসে তবে কিগো দেখছো আমাকে এই
মনেতে আজও রেখেছি তোমাকে দীর্ঘদিনে না
দেখার তৃষ্ণা হলো শেষ সুখেই
রাত পোহালো আহা বেশ বেশ ।

দেখলাম তোমায় খুব কাছ থেকে
কিছু আশা তবুও তুমি গেলে রেখে স্বর্ণালী ,
দেখেছি তোমায় বহুবার হাসি মুখে যেতে পারবো পরোপার ।
Share: