শনিবার, ২২ জুলাই, ২০১৭

কবি ফখরুল হাসানের কবিতা - সূত্র

সূত্র
ফখরুল হাসান

দম্ভের মঞ্চে চলে নিখুঁত অভিনয়
প্রলোভনে বিক্রি হচ্ছে মূর্খ বামুন
যজ্ঞের মন্ত্রে নেয় প্রভুত্বের দাস ।
দম্ভের প্লাবনে ভাসে পথ ভ্রষ্ট শাসক ।

উত্তরাধিকারে দেখি ইবলিশের আত্মা !
চতুর্দিকে হচ্ছে ক্রমশ সততার পতন !
নড়বড়ে শুদ্ধ বিবেক হয় ছন্নছাড়া
অবজ্ঞার সাইনবোর্ড ঝুলে , পাতা ঝরা বৃক্ষে ।

প্রত্যাবর্তনের ভাগ্য তো দূরের নক্ষত্র ।
সুশীলরা দ্রুত নিবন্ধন নিচ্ছে ক্রীতদাসের ব্যথিত
মাতৃভূমির চোখে শ্রাবণের অশ্রু প্রয়োজন
একজন অমৃত মানুষ এই মাটির ধূলিতে ।
Share: