রবিবার, ৯ জুলাই, ২০১৭

সিডনি ক্যানবেরা বাংলাদশ হাইকমিশনে "রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী" পালিত হবে

অষ্ট্রেলিয়ার ক্যানবেরাস্হ বাংলাদশ হাইকমিশনের উদ্যোগে "রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী" পালিত হবে আগামী ২২শে জুলাই শনিবার। অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদশ হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন সভায় সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথের জীবনের উপরে আলোচনা ও কবিতা আবৃতি হবে। এ উপলক্ষে প্রবাসীদের কবিতা ,নৃত্য, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ক্যানবেরা ও সিডনির শিল্পীরা অনুষ্ঠ...ানে পারফর্ম করবেন।


স্থান: ক্যানবেরা কলেজ অডিটরিয়ামে তারিখ: ২২শে জুলাই শনিবার সময়: বিকাল ৫:৩০ মিনিটে
Share: