ডেস্ক রির্পোট ।। রানা তসলিম উদ্দিন আবারো লিসবনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি তার ফেইসবুক স্টাটাসে বলেন,
এবারের ভোটেও আমরা সোস্যালিস্ট পার্টি থেকে জয় লাভ করেছি এবং দ্বিতীয় মেয়াদে আমি বাংলাদেশীদের প্রতিনিধি হয়ে আবারো লিসবন সান্তা মারিয়া মাইওরের কাউন্সিলর হয়েছি। সু-দীর্ঘ একমাস ব্যাপী আপনারা যারা আমার সাথে ছিলেন, যারা সোশ্যাল মিডিয়াতে সার্বক্ষণিক পাশে থেকে লাইক, কমেন্ট, ও উপদেশ দিয়ে সহযোগিতা করেছেন, যারা সরাসরি বিভিন্ন মিটিং, র্যালি ও গণসংযোগে ছিলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হৃদয়ের টানে, ভালোবাসায় যারা শুভেচ্ছা, অভিনন্দন ও দোয়া করেছেন, বিভিন্ন পত্র পত্রিকায় লিখে যারা প্রচার ও গনসংযোগ স্থাপন করেছেন, সর্বোপরি যারা সোস্যালিস্ট পার্টিকে ভোট দিয়ে আমাদেরকে কে প্রতিনিধি বানিয়েছেন, সকলের প্রতি রইলো আমার হৃদয়ের আপ্লূত ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন।
সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ্ রাব্বুল আলামিন, আর পর্তুগালে আমার সাফল্যের উসিলা আপনারাই। আপনাদের দোয়া আর ভালোবাসা না থাকলে হয়তো এই দুর্গম পথ অতিক্রম করা কখনোই সম্ভব হতোনা। তাই আপনাদের সকলের কাছে আমি চির কৃতজ্ঞ।
তৃতীয় বিশ্বের একটি গরীব দেশের বিত্তহীন একজন সাধারন মানুষ আমি। ইউরোপের রাজনীতি কিংবা কোন পজিশন আমার জন্য প্রয়োজনীয় নয়।
কিন্ত ১৪৭ হাজার বর্গ কিলোমিটারের একটি ভুখণ্ড ও লাল সবুজের একটি পতাকাকে ইউরোপিয়ান রাজনীতিতে প্রকাশ করার মানসে আজকের এই প্রচেষ্টা। বিগত ২৭ বছরে যেখানেই গিয়েছি, যত মানুষের সাথে পরিচিত হয়েছি, আমি ব্যাক্তি ছিলাম নগন্য। আমার ভাষা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতি, আমার পতাকাই ছিল আমার পরিচয়। তথা আমার দেশই ছিল আমার মাথার উপরে। আমি বহন করেছিলাম একটি জাতির পরিচয়। যতদিন বাঁচবো ততদিন যেন আপনাদের সাথে নিয়ে এই দায়িত্ব পালন করে যেতে পারি স্রষ্টার কাছে তাই কামনা করি।
পর্তুগালে আসার পর থেকে এই লিসবনে আপনাদের পাশেই ছিলাম এবং আশা ও বিশ্বাস রাখি আগামী যতদিন বাঁচবো, আপনাদের পাশে এই লিসবনেই থাকবো ইনশাআল্লাহ্। সকলের মঙ্গল কামনায়, আগামী দিনের পথ চলায় সার্বিক সহযোগিতার প্রত্যাশা কামনা করি। সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন ইনশাআল্লাহ্ আবারো কথা হবে।