শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

নতুন প্রজন্মের এ কেমন বিজয় দিবস: রকি পাটোয়ারী


নতুন প্রজন্মের এ কেমন বিজয় দিবস 
রকি পাটোয়ারী
-----------------------
বছর ঘুরে আসে ফিরে
বাংলার প্রতিটি ঘরে ঘরে,
মোদের কাঙ্ক্ষিত মহান বিজয় দিবস
হৃদয়ে তাই লাগে দোলা।

বিজয় দিবস আসে আনন্দ উল্লাস ভরে
নেতা নেত্রীদের ফুলের তোড়ার ভারে,
যেন চলে যায় বিমর্ষ চিএে তড়িঘড়ি করে।

রাত যখন ঠিক বারটা
ঘড়ির কাটায় কাটায়,
ফুল দেবে, কে আগে কে পরে,
এ হুলস্থুল হুড়াহুড়ি আর ধাক্কা ধাক্কির জ্বালায়,
শহীদের আত্মা মেকি হেসে ফিরে যায় লজ্জায়,
আর যেন বলে যায় একি হচ্ছে সোনার বাংলায়।

মোদের তরে বিজয়ের এ বার্তা
এই যে অমর স্বাধীনতা,
এনে দিতে যারা দিয়ে গেল প্রান
এমনি করে বছরে একদিন কিছু ফুল দিয়ে, দিতে চাই কি মোরা তাদের রক্তের প্রতিধান।

শহীদের আত্মা আজ কেঁদে কেঁদে ফিরে,
 আর প্রশ্ন রেখে যায় নতুন প্রজন্মের তরে,
কোথায় হারালো আজ সেই স্বাধীনতা
যার জন্য দিয়েছি প্রান মোরা।

স্বাধীনতা একি শুধু মুখের বুলি
শুধুই রূপ কথা,
বাস্তবে তাকি শুধুই মেকি
শুধুই ভাষন আর বক্তৃতা।

--------সমাপ্ত------
Share: