সিডনি প্রতিনিধি: আজ ২৫শে নভেম্বর 'হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া ডে।' পারিবারিক নির্যাতন বন্ধের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া ও নবধারা নিউজ'র আয়োজনে আগামীকাল সিডনির একটি স্হানীয় রেষ্টুরেন্টে “হোয়াইট রিবন ডে-২০১৭” অনুষ্ঠিত হবে।
বর্তমান বিশ্বের অনেক দেশেই বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। বেড়েছে যৌন হয়রানি, ধর্ষণসহ, অপহরণের ঘটনা। এগুলোর মধ্যে কিছু ঘটনা প্রকাশিত হলেও বেশির ভাগ ঘটনা ধামাচাপা পড়ে যায় লোকলজ্জার কারণে।
এসব ঘটনায় নির্যাতিতদের পরামর্শ, বিভিন্ন সহযোগীতা, হটলাইন ও আইনি সুবিধা চাইলে সে জন্য কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে সে সম্পর্কে কিছু জানে না। তাই কীভাবে প্রতিকারসহ সুবিধাগুলি পাবেন তা বিস্তারিত জানতে হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া দল কমিউনিটিতে কাজ করে থাকেন। এই দলে হোয়াইট রিবন অ্যাম্বাসেডর ও হোয়াইট রিবন মেইল এডভোকেটরা কাজ করে থাকেন।
'হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া ডে-২০১৭' উপলক্ষ্যে হোয়াইট রিবন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন বলেন,
"এখন থেকে নারী ও শিশু পাচার, অপহরণ, মুক্তিপণ আদায়, ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, যৌন নিপীড়ন ও শিশুকে অঙ্গহানি ইত্যাদি বন্ধের অঙ্গীকার করি।"
উল্লেখ্য, পারিবারিক নির্যাতন বন্ধের সচেতনতা বাড়াতে অষ্ট্রেলিয়াতে প্রতিবছর ২৮শে জুলাই হোয়াইট রিবন নাইটস এবং ২৫শে নভেম্বর হোয়াইট রিবন পালন করা হয়।
বর্তমান বিশ্বের অনেক দেশেই বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। বেড়েছে যৌন হয়রানি, ধর্ষণসহ, অপহরণের ঘটনা। এগুলোর মধ্যে কিছু ঘটনা প্রকাশিত হলেও বেশির ভাগ ঘটনা ধামাচাপা পড়ে যায় লোকলজ্জার কারণে।
এসব ঘটনায় নির্যাতিতদের পরামর্শ, বিভিন্ন সহযোগীতা, হটলাইন ও আইনি সুবিধা চাইলে সে জন্য কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে সে সম্পর্কে কিছু জানে না। তাই কীভাবে প্রতিকারসহ সুবিধাগুলি পাবেন তা বিস্তারিত জানতে হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া দল কমিউনিটিতে কাজ করে থাকেন। এই দলে হোয়াইট রিবন অ্যাম্বাসেডর ও হোয়াইট রিবন মেইল এডভোকেটরা কাজ করে থাকেন।
'হোয়াইট রিবন অষ্ট্রেলিয়া ডে-২০১৭' উপলক্ষ্যে হোয়াইট রিবন অ্যাম্বাসেডর আবুল কালাম আজাদ খোকন বলেন,
"এখন থেকে নারী ও শিশু পাচার, অপহরণ, মুক্তিপণ আদায়, ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, যৌন নিপীড়ন ও শিশুকে অঙ্গহানি ইত্যাদি বন্ধের অঙ্গীকার করি।"
উল্লেখ্য, পারিবারিক নির্যাতন বন্ধের সচেতনতা বাড়াতে অষ্ট্রেলিয়াতে প্রতিবছর ২৮শে জুলাই হোয়াইট রিবন নাইটস এবং ২৫শে নভেম্বর হোয়াইট রিবন পালন করা হয়।