রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

ছাত্রছাত্রীদের ল্যাপটপ অনুদান করেন কবি ওবাইদুল হক


রাঙ্গুনিয়া সংবাদ দাতা ঃ
রাঙ্গুনিয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য  গতকাল একটি ল্যাপটপ দান করেন রাঙ্গুনিয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কবি ওবাইদুল হক। এ সময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য জনাব ইসমাইল তালুকদার, কামাল হোসেন, সনজিত কুমার, প্রমুখ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিনিয়র সহ-প্রধান শিক্ষক, নিজাম উদ্দিন,তুষার দাস,ইকবাল হোসেন,সহ উপস্থিত সবার হাতে ল্যাপটপ হস্থান্তর করেন। পরে ছাত্রছাত্রীদের ক্লাসে তাদের প্রাথমিক ধারনা দেয়া হয়। এতে ছাত্রছাত্রীরা বেশ আনন্দ উপভোগ করেন। এদিকে কবির সাথে একান্ত কথা বলে জানতে চাওয়া হয় কি উদ্দ্যেশে এই অনুদান। তিনি জানান, বাংলাদেশে অধিকাংশ ছেলেদের প্রবাসে পাড়ি হয়, কিন্তু কারিগরি দক্ষতা না থাকার কারনে অনেকেই জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারছেনা। আগামী প্রজন্ম তাঁরা বিদেশে গিয়ে অনেক শিক্ষিত লোক লেভারের কাজ করতে হচ্ছে কারিগরি শিক্ষা না থাকার কারনে। কবি ওবাইদুল হক মনে করেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই লেখা পড়ার দক্ষতা অর্জন করতে হবে। বিশ্বের ভিবিন্ন প্রান্তে বাংলাদেশের ছেলে গুলো সেই দক্ষতার জন্য হিমশিম খাচ্ছে। তিনি আরো মনে করেন বাংলাদেশ সরকার যদি প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটারের জন্য সু-ব্যবস্থা করে দিতেন তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অারো দ্বিগুন করতে পারত। পাশাপাশি দেশের সুনাম অর্জন করতে পারত।তাই সকলে যদি এরকম উদ্দ্যেগ গ্রহন করে প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শেখার সুযোগ করে দিতে পারে তাহলে আমাগীর বাংলাদেশ হবে বিশ্বের উন্নত দেশের মানের সমান। এটাই প্রত্যাশা করেন কবি ওবাইদুল।
Share: