শুক্রবার, ২৪ নভেম্বর, ২০১৭

কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আয়েবার মহাসচিবের সাক্ষাৎ






কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে আয়েবার মহাসচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :কানাডার রাজধানী অটোয়ায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করছেন।

অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার উদ্যোগে গত বছরের ১৯ ও ২০ নভেম্বর মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রবাসী ও বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকদের উপস্থিতে গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়।

প্রবাসীদের স্বার্থরক্ষা, প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন গঠন করে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনুকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। তিনি গত মাসে আমেরিকা ও কানাডায় সাংগঠনিক সফরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।
এ সময় মন্ট্রিয়ালের সংসদ সদস্য মার্ক মিলার ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন কানাডার সমন্বয়ক মাইনুর সরকার উপস্থিত ছিলেন।
Share: