রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন আফরোজা


ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন আফরোজা

নিজস্ব প্রতিবেদক :নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক  ড. আফরোজা পারভীন ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭ পদক লাভ করেছেন। ভারতের মুম্বাই শহরের তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। 
জানা যায়, ভারতের মুম্বাই শহরের তাজ হোটেলে ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড-২০১৭ পদক লাভ করেন। নারী উন্নয়নে একজন নিবেদিত কর্মী হিসেবে অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয়। 

ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস গ্লোবাল অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড স্মিথ তার নাম ঘোষণা করেন। নারী উন্নয়ন শক্তি ১৯৯২ সাল থেকে দুস্থ জনসাধারণের মাঝে শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা, মানবাধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। 
বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং ঢাকার চেরি ব্লসম ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ড. সালেহা কাদেরও একই অ্যাওয়ার্ড লাভ করেন।
Share: