♥বাংলাদেশ
- কবি কামাল আহমেদ
তুমি নদীমাতৃক, তুমি মায়ার প্রতীক
তুমি শহীদের স্লোগান আদেশ
তুমি রক্তিম পথিক, তুমি ভাষার প্রেমিক
তুমি আমার প্রিয় বাংলাদেশ।
তুমি সবুজ সমাহার, তুমি মার্চের কালো আধার
তুমি ৭১এর প্রথম ডিসেম্বরের শেষ
তুমি স্বপ্নের বাহার, তুমি ভালবাসার পাহাড়
তুমি লাল সবুজের বাংলাদেশ।
তুমি মায়ার বাঁধন, তুমি ৯টি মাসের সাধন
তুমি আমাদের গর্ব স্বদেশ
তুমি লক্ষ শহীদের মরণ, তুমি উজ্জলতার নতুন ধরন
তুমি হৃদয়ে আকা আমার বাংলাদেশ।