শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

মনোহরদীতে সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সুজন বর্মণ,মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ ব্যাচের উদ্যোগে মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলার শুরুতে মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাএ সাব্বির ও নেপালে বিমান দূর্ঘটনায় নিহতদের স্বরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন কবুতর উড়িয়ে ও ফিতা কেটে খেলার উদ্বোধন করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ইলিয়াস সরকার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম নাঈম প্রমুখ।
খেলায় মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ ব্যাচের বিজ্ঞান বিভাগ বনাম ব্যবসায় শিক্ষা বিভাগ অংশগ্রহন করে। খেলায় বিজ্ঞান বিভাগ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বিজ্ঞান বিভাগ নির্ধারিত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুমন মাহমুদ সর্বোচ্চ ৩৮ রান করেন। জবাবে ব্যবসায় শিক্ষা বিভাগ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়সূচক রান করে। বিজয়ী দলের সাকিব ইফতেখার ১৫ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
Share: