শনিবার, ১৭ মার্চ, ২০১৮

কবি শাহীন চৌধুরী ডলি’র কবিতা -"আজ খোকার জন্মদিন"



আজ খোকার জন্মদিন
- কবি শাহীন চৌধুরী ডলি

টুঙিপাড়ায় জন্ম নেয়া খোকা
একসময় হয়ে উঠলে শেখ মুজিবুর রহমান,
তুমি আছো সর্বত্র
যারা বলে তুমি নেই তারা অথর্ব
তারা অন্ধ তারা মুক।


তুমি আছো বাংলার জলে স্থলে অন্তরীক্ষে
তুমি আছো মিশে শ্যামল দূর্বা ঘাসে
পলাশ শিমুল শাপলা শালুকে
দোয়েল কোয়েল পাখির শিষে।


তোমার কথা বলে চাঁদ তারা সূর্য
জড়িয়ে আছো মায়ের শাড়ির আঁচলে
বোনের মমতা, বাবার অশ্রুজলে ।

রঙধনু সাত রঙে তোমার আবির ছড়ানো
নদীর কুলুকুলু ধ্বনি তোমায় স্মরণ করে
সাগরের ফেনিল স্রোতে তোমার স্বপ্ন খেলে,
তুমি শিশুর মতন সরল আবার বজ্রদীপ্ত কঠিন
কোন রক্তচক্ষুর কাছে করোনি মাথা নত
গাইতে সাম্যের গান, করতে না ভেদাভেদ
তোমার কাছে আমাদের বহু ঋণ।


তোমাকে সালাম বংগবন্ধু শেখ মুজিবুর রহমান
বিশ্বের অবিসংবাদিত নেতাদের তুমি অন্যতম,
জাতিসংঘে দাঁড়িয়ে বাংলায় দিয়েছ ভাষণ
কাউকে ডরাওনি, করোনি অংগুলি হেলন
বলতে কেউ দমাতে পারবে না আমাদের।
এমন তেজোদৃপ্ত নেতা আসবে কি আর
বাংলার ঘরে?


তোমার বজ্রকঠিন স্বরে জাগ্রত হয়েছে ভূমি
কেঁপেছে শত্রুদল, কাঁপিয়েছ শত্রুর মসনদ
তুমি না এলে ধরায় পেতাম না স্বাধীনতা,
পরাধীনতায় শৃংখলিত থাকতো জীবন
মানতেই হতো রক্তচোষাদের অধীনতা ।


ষোল কোটি বাঙালির তুমি চোখের মণি
আকাশ বাতাস হাসে সাথে গেরুয়া বনভূমি
শহর গ্রাম নগর বন্দরে আলোর ঝলকানি ।


তোমার চেতনার রোপন করা বীজ
মহীরুহ হয়ে ডালপালা মেলে
কোটি তরুণ যুবার রোল মডেল হলে
তবু থাকে কিছু সংশয়
পরপার থেকে দেখতে কি পাও
অনেক অরাজকতা আছে এখনো বাংলায়।


বাংলার মাটিতে বিপথগামী দুর্বৃত্তদের না হোক ঠাঁই
যা আছে ভুল, সব ধুয়েমুছে যাক
তোমার গড়া হাতে বাংলা হোক পূণ্যভূমি,
আছো না ফেরার দেশে তবু তুমি জাগ্রত
চেয়ে দেখো বংগবন্ধু আমরা তোমাতেই আপ্লুত
খোকা তোমার জন্মদিনে আবারো নাও জেনে
কোটি কোটি বাঙালি রেখেছি তোমায়
নিজেদের হৃদভূমে ।


রচনা কাল: ১৭ই মার্চ ২০১৮,উত্তরা, ঢাকা।
Share: