মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত মহিলা খুন

সুজন বর্মণ দীপ,নরসিংদী:
নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত (৪০) এক মহিলাকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে কোন এক সময় খুন  করা হয় এমনটাই ধারনা করছে স্থানীয়রা। ঘটনাটি সদর উপজেলার মদনগঞ্জ রেল সড়কের পশ্চিম পার্শে কোতালীরচর এলাকার নির্মানাধীন একটি মিলে ঘটে। এখনোও নিহতের পরিচয় সনাক্ত করা যায় যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায় গতকাল রাতের কোন এক সময় মহিলাটিকে খুন করা হয়েছে। সকালে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে অবহিত তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ঝুলন্ত অবস্থায় পরনে কিছুই ছিলো না। পরে অন্য এক মহিলার সহযোগিতায় পুলিশ তার গায়ে ওড়না দিয়ে লাশ ঢেকে দেয়। পুলিশ বলছে ধর্ষনের পর খুন করা হয়েছে  কিনা তা ময়না তদন্তের পরেই জানা যাবে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা এখনো জানা য়ায়নি। এ হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

Share: