বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন মনোহরদীতে আনন্দ শোভাযাত্রা

সুজন বর্মণ দীপ, নরসিংদী:
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকায় উঠে এসেছে।
এ উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা প্রকৌশলী আবদুস সাকের, উপজেলা যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ ও ইউআরসি ইন্সট্রাকটর ইমরান হাসান ভূঞা প্রমুখ।
শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


Share: