শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

নরসিংদীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

মাধবদী প্রতিবেদক:
নরসিংদী শহরের মাধবদীতে সুরমা বেগম (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাধবদী বাজরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জামালউদ্দীন আহাম্মেদ এর মাধবদীর দক্ষিন বিরামপুরের বাসায় ঘটনাটি ঘটে।রহস্যজনক কারণে ঘটনার দুই ঘণ্টা পর মাধবদী থানা পুলিশকে মেয়েটি আত্মহত্যা করেছে বলে খবর দেয়া হয়। পুলিশ রাত ৩ টার পর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশের তদন্ত কর্মকর্তার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি দুপুর বেলা ঘটলেও আমরা খবর পাই বিকাল ৩ টার পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্তা আলহাজ জামালউদ্দীনকে জিজ্ঞেস করলে তিনি জানান, মেয়েটি আমার বাসায় দীর্ঘ দিন যাবত কাজ করছে। মেয়েটি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তখন তিনি বিছানায় শুয়ে ছিলেন।

দীর্ঘক্ষণ সুরমা বেগমকে দাঁড়ানো দেখে তিনি ডাকতে থাকেন। কোনো উত্তর না দেয়ায় তিনি বিছানা থেকে উঠে দেখেন যে, সুরমা বেগম ফ্যানের সাথে ঝুলে আছে।অপর দিকে পাশের বাড়ির লোকজনের মধ্যে জরিনা বেগম নামে একজন সংবাদ মাধ্যমকে বলেন যে, প্রায়ই সময়ই মেয়েটির প্রতি অনেক অমানবিক নির্যাতন চালাত তারা।মেয়েটির অভিবাবকরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং কান্নায় ভেঙ্গে পড়েন। এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত ঘটনা খুঁজে বের করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Share: