মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

কবি আখতার জামানের সেরা কবিতা মেঘসন্তান

লাইফস্টাইল:

ঐ শোনা যায়
পোয়াতি মেঘের তর্জনগর্জন
প্রসববেদনা জেগেছে তলপেটে।
এখনই কি খালাস হবে বৃষ্টি
তা হোক, আকাশের তাতে কী?

তুলতুলে কুকুরছানার মতো
মেঘসন্তান নেমে আসুক
নবীন ডানায়, পৃথিবীর পিঠে
তুমুল ভাব জমাক ফসলের সাথে।
পৃথিবীর তাতে কী?

নদীর ঢেউয়ে ঢেউয়ে শ্বাস
নরম-কোমল আঙুল, বিষহীন নখ
কচি কচি হাত সঙ্গমের রাত
এখনই কি যাবে ভেঙে
মৌন অভিমানের নাক
তা যাক, আমার তাতে কী?

Share: