মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

রামগঞ্জে ৮ বছরের শিশুর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষীপুর ১ রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ,কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষপাড়া ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিচ থেকে গত সোমবার সকালে শিশু নুশরাতের লাশ উদ্ধার করা হয়,এসময় তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।গত শুক্রবার (২৩ মার্চ) জুমার নামাজের আগে উপজেলার পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন কালা মিস্ত্রী বাড়ীর সামনে থেকে নিখোঁজ হয় নুশরাত জাহান নুশু।বিভিন্ন জায়গায় তার পরিবারের লোকজন খোঁজা খুজির পর তাকে না পেয়ে শনিবার সকালে তার মামা মো:জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন,সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এস আই পস্কজ কুমার দে ঘটনাস্থলে উপস্তিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় খাল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশু নুশরাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে গায়ের জামা ও কানের দুল দেখে নুশরাত জাহান নুশুর লাশ শনাক্ত করে,এ সময় মা ও নিকট আত্মীয়দের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)মো:তোতা মিয়া জানান শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,
Share: