মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

রক্তদানের মাধ্যমে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করলো সামাজিক সংগঠন পলাশের পাপড়ি

শেখ রাসেল, পলাশ:
পলাশ উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীর আন্তরিক প্রচেষ্টায় পলাশে আত্নপ্রকাশ করল একটি অরাজনৈতিক ও অলাভজনক একটি সামাজিক সংগঠন পলাশের পাপড়ী। আজ সকাল ১১ টায় স্পাইসি গার্ডেন রেষ্টুডেন্টে সদস্যদের অংশগ্রহন আলোচনা এবং কেক কাটার মাধ্যমে আত্নপ্রকাশ করে সংগঠনটি। এরপর রক্তদানের মাধ্যমে সংগঠনটির সদস্য শেখ রাসেল মাহমুদ তারামিয়া হাসপাতালে একজন রোগিকে রক্তদিয়ে তদের আনুষ্ঠানিক কার্যক্রম শূরু করে। সংগঠনটি পলাশ উপজেলায় শিক্ষামুলক   ,রক্তদান,সবুজ বনায়ন,মাদক বিরোধী,দারিদ্র দূর করার লক্ষ নিয়ে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল মাহমুদ, তৌকির আহম্মেদ,শাহিদূজ্জামান,হজরত আলী,মাকসুদ,ইয়াছির আরাফাত,রাজিব শেখ
নাহিদসহ অন্যন্যা সদস্যবৃন্দ। সবার অংশগ্রহন এবং আন্তরিক সহযোগীতায় সমাজে ভাল কাজ করার মধ্যদিয়ে টিকে থাকবে পলাশের পাপড়ী। সদস্যরা আশাবাদী সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে সবসময় কাজ করবে পলাশের পাপড়ী।
Share: