নিজস্ব প্রতিবেদক:
সুদ, ঘুষ, ভালো বন্ধু, স্বপ্নের প্রবাস, মানব সেবা, কোরবানি, শিক্ষার আলো, যৌতুক, অভাবে স্বভাব নষ্ট, বাটপার, সিগারেট, ফেসবুক, চোরের উপর বাটপারি, লেনদেন, পথের পেচাল, চাপাবাজ,
সেলফি সহ অনেক গুলো শট ফিল্ম বানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ পারভেজ সোহাগ এবং ওনার বন্ধুগণ। সবগুলো চলচ্চিত্রে সমাজ উন্নয়নের বাস্তব চরিত্র ফুটে উঠেছে, ইতিমধ্যে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
মাসুদ পারভেজ সোহাগ বলেন - বর্তমান সময়ে অপ-সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত করতে এবং মানুষদেরকে সুস্থ বিনোদন উপহার দিতে আমরা চেষ্টা করেছি, অন্য যেকোনো মাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনের মাধ্যম ভালো কাজের উৎসাহ প্রদান করাটা খুব ভালো মনে হয়, সেজন্য আমরা চেষ্টা করেছি সুদূর সিঙ্গাপুর থেকেও ছোট নাটকের মাধ্যমে সেবামূলক কাজে অংশগ্রহণ করা, ইনশাল্লাহ আগামীতেও আমরা সুস্থ বিনোদন নিয়ে কাজ করব।