নিজস্ব প্রতিবেদক:
২৬ মার্চসহ সকল জাতীয় দিবস ও বিশেষ দিনে জাতীয় পতাকার বিধিবদ্ধ ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা চালিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। রোববার সকালে ব্যতিক্রমী এই কর্মসূচীতে অংশ নেন নরসিংদী জেলা প্রশাসন, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। নরসিংদীর মুছলেউদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে শুরু করে ডিসি রোডের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুষমা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সংবাদর্কমীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।