সাহিত্য:
আয়না
কবি আরজুমুন
জানি আমি -ইচ্ছে করে ছুঁয়ে দিয়েছো-শিহরিত হয়নি রক্তক্ষরণ হয়েছে ফাল্গুনী হাওয়ায়-রক্তকরবীর মতো লালে লাল হয়েছিলো অন্তর - আলোকরশ্মি ফেলে আমায় দেখেছো আমি চোখ মুদে অনুভব করেছি তোমায় -চোখাচোখি হলে পরে আমিই সরে গিয়েছি দূরে -যেমনি করে তুমি সরে যেতে- আমি চাতক পাখি হয়ে যেতাম-
আমি ডাকতাম তুমি পালাতে
আর এখন? -পেরেছো কি সামলাতে নিজেকে -খেলেছো কেন তবে-আমি পেরেছি -জয়ীতারা ভালোবাসতে জানে পালাতে নয় -তোমার প্রিয় শাড়ীটি পড়নে ছিলো এই শাড়ীটা পড়েই ঘুরতে যাওয়ার কথা ছিলো -পড়েনি যাওয়া -তাই তোমার জন্যই পড়েছিলাম -শুধু তোমার জন্য -বলেছিলে একদিন মনে আছে? - কালো পড়েছিলাম কিছুটা সবুজাভ -কেন জানো -
সব কালো চাপিয়ে ও আমার ভেতরটা আজও সবুজ। ভালোবাসা হারাই না মানুষটা হারিয়ে যায় -তুমিও হারিয়ে গেছো
আমার ভূবনে একটা চারা জন্ম নিয়েছে -বাড়তে দিবো না। বাড়ন্ত ভালোবাসা বয়ে বেড়ানো কঠিনতম কান্না - কারো ভালোবাসার যোগ্যতা কিংবা ধারণ করার মতো মানসিকতা অথবা সম্মান জানানোর মনুষ্যত্ব কোনটাই তোমার নেই -তাই চারাটা বড় করবো না কোনদিন। আজ আমি গর্বিত আমার বুকের নিঃশ্বাসে উপর ভর করেই তুমি বেঁচে থাকবে আজীবন-আমার দেওয়া উপহার তোমার ঘরবাড়ি সংসার।তোমার অশ্লীল ভাষা কিংবা আমাকে দেওয়া নারকীয় যন্ত্রণা -
আমি নিশাচর হয়ে জেগে জেগে শুনবো -আমার কান আমায় বলবে শুনো তোমার ভালোবাসা তোমায় কি বলছে? আমার আত্মা আমায় প্রশ্ন করবে -তুমি তাকে ভালোবাস? আমি জানিয়ে দিয়েছি -আবারো দিলাম -হ্যাঁ ভালোবাসি। আমি বিসর্জন দিয়েছি আমাকে তুমি সুখী হওয়ার জন্য -সুখী হও রাজা।
আমি আমরণ বরিষণে থাকবো -কুহুকী হব না - আহত পাখী হবো।
আয়না
কবি আরজুমুন
জানি আমি -ইচ্ছে করে ছুঁয়ে দিয়েছো-শিহরিত হয়নি রক্তক্ষরণ হয়েছে ফাল্গুনী হাওয়ায়-রক্তকরবীর মতো লালে লাল হয়েছিলো অন্তর - আলোকরশ্মি ফেলে আমায় দেখেছো আমি চোখ মুদে অনুভব করেছি তোমায় -চোখাচোখি হলে পরে আমিই সরে গিয়েছি দূরে -যেমনি করে তুমি সরে যেতে- আমি চাতক পাখি হয়ে যেতাম-
আমি ডাকতাম তুমি পালাতে
আর এখন? -পেরেছো কি সামলাতে নিজেকে -খেলেছো কেন তবে-আমি পেরেছি -জয়ীতারা ভালোবাসতে জানে পালাতে নয় -তোমার প্রিয় শাড়ীটি পড়নে ছিলো এই শাড়ীটা পড়েই ঘুরতে যাওয়ার কথা ছিলো -পড়েনি যাওয়া -তাই তোমার জন্যই পড়েছিলাম -শুধু তোমার জন্য -বলেছিলে একদিন মনে আছে? - কালো পড়েছিলাম কিছুটা সবুজাভ -কেন জানো -
সব কালো চাপিয়ে ও আমার ভেতরটা আজও সবুজ। ভালোবাসা হারাই না মানুষটা হারিয়ে যায় -তুমিও হারিয়ে গেছো
আমার ভূবনে একটা চারা জন্ম নিয়েছে -বাড়তে দিবো না। বাড়ন্ত ভালোবাসা বয়ে বেড়ানো কঠিনতম কান্না - কারো ভালোবাসার যোগ্যতা কিংবা ধারণ করার মতো মানসিকতা অথবা সম্মান জানানোর মনুষ্যত্ব কোনটাই তোমার নেই -তাই চারাটা বড় করবো না কোনদিন। আজ আমি গর্বিত আমার বুকের নিঃশ্বাসে উপর ভর করেই তুমি বেঁচে থাকবে আজীবন-আমার দেওয়া উপহার তোমার ঘরবাড়ি সংসার।তোমার অশ্লীল ভাষা কিংবা আমাকে দেওয়া নারকীয় যন্ত্রণা -
আমি নিশাচর হয়ে জেগে জেগে শুনবো -আমার কান আমায় বলবে শুনো তোমার ভালোবাসা তোমায় কি বলছে? আমার আত্মা আমায় প্রশ্ন করবে -তুমি তাকে ভালোবাস? আমি জানিয়ে দিয়েছি -আবারো দিলাম -হ্যাঁ ভালোবাসি। আমি বিসর্জন দিয়েছি আমাকে তুমি সুখী হওয়ার জন্য -সুখী হও রাজা।
আমি আমরণ বরিষণে থাকবো -কুহুকী হব না - আহত পাখী হবো।