সোমবার, ২৬ মার্চ, ২০১৮

নরসিংদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী

 জহিরুল ইসলাম, নরসিংদী:
নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ সোমবার (২৬ মার্চ) নরসিংদীতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসটি পালন করা হচ্ছে। সকালে ফুলে ফুলে ভরে উঠেছে নরসিংদী জেলা প্রশাসক অভ্যন্তরে জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে সেখানে হাজির হয়েছে লাখো মানুষ।ভোর ৬টায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আল-মামুন, জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার আঃ মোতালিব পাঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা শহীদের শ্রদ্ধা নিবেদন করার জন্য পুষ্পস্তবক অর্পণ করেন।নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ, সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনী, এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার বিতরণ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও ডিসি হলে স্বাধীনতা উৎসবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
Share: