শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: 
জেলার সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার করিমপুরের ভগারগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।টেঁটাবিদ্ধরা হলেন— ভগারগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মোস্তাফা (৩২), আব্দুল হাসেমের দু’ছেলে আমির আলী (৫৫) ও জমির আলী (৫০), জহর আলীর ছেলে হবি মিয়া (৭০) এবং আলমগীর হোসেন।

আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আলমগীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানাযায়, ভগারগঞ্জ গ্রামের কামাল হোসেনের সাথে করিমপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিলো।এর জের ধরে গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের জনসভায় কামাল হোসেন যোগদানের জন্য আসলে বাচ্চু মিয়ার গ্রুপের সাথে ধাক্কাধাক্কি হয়।

এরই জের ধরে সকালে বাচ্চু মিয়া তার দল বল নিয়ে কামাল গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে এঘটনা ঘটে।
এ ব্যাপারে করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারিছ মিয়ার বলেন, গতকাল নরসিংদী জেলা আওয়ামী লীগের জনসভায় কামাল হোসেন যোগদানের জন্য আসলে বাচ্চু মেম্বার গ্রুপের সাথে কামাল গ্রুপের ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে আজ সকালে বাচ্চু মেম্বার তার দল বল নিয়ে কামাল গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাফফর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Share: