শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের শিকার, এসআইকে বরখাস্তে আল্টিমেটাম

রাজশাহী প্রতিনিধি:
 রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমানকে নির্যাতন করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ ভ্যানে তুলে তাকে নির্যাতন করে রাজপাড়া থানার এসআই মাহবুব।এ ঘটনায় সাংবাদিক সমাজ ফুঁসে ওঠে। তাৎক্ষণিক তারা রাজশাহী পুলিশ কমিশনারের কাছে গিয়ে মাহবুবকে বরখাস্তের আবেদন জানান। পুলিশ কমিশনার তাৎক্ষনিকভাবে মাহবুবকে ক্লোজড করার নির্দেশ দেন। একই সাথে অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে প্রতিশ্রুতি দেন পুলিশ কমিশনার।এদিকে, বিকালে সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লারের সামনে এক প্রতিবাদ সভায় এসআই মাহবুবকে বরখাস্তের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা। নইলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।
Share: