বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮

নরসিংদী সদরে চাঞ্চল্যকর ৬ টুকরা করে কলেজ ছাত্র কে খুন করার অপরাধে আসামী এ্যামিকে ১০ বছরের কারাদন্ড

নরসিংদী  প্রতিনিধি:
নরসিংদী সদরে চাঞ্চল্যকর ৬ টুকরা করে কলেজ ছাত্র মোঃ খোর্শেদকে খুন করার অপরাধে আসামী এ্যামিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড; অর্থদন্ড অনাদায়ে আরও ২ বৎসর বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা নজীব এ রায় দেন।সাজাপ্রাপ্ত আসামী  হলেন- কারিফা সুলতানা এ্যামি, পিতা- গোলাম কিবরিয়া, মাতা- কল্পনা আক্তার, সাং- গাবতলী, থানা ও জেলা - নরসিংদী।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। তাই এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।
পাশাপাশি এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে কলেজ ছাত্র খোর্শেদের পরিবার। তারা আসামিদের মৃত্যুদন্ড  আশা করেছিল।আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানাধীন সোনাতলা এলাকায় হাত, পা, মাথা বিহীন একটি মৃতদেহ সহ একজন মহিলাকে জনগণ ধৃত করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে উপস্থিত হলে উপস্থিত লোকজন উক্ত মহিলাকে তার নিকট হস্তান্তর করে।এ ঘটনায় নিহত গোলাপের বড় ভাই মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এই ঘটনার সত্যতা স্বীকার করে নিহত কলেজ ছাত্র খোর্শেদের পরিবার থানায় একটি জিডি করে। নরসিংদী মডেল থানার জি.ডি নং- ১৩৬৮, তারিখ- ২২/০৯/২০১৫ ইং। পরে আদালতে চার্টশিট দিলে আদালত চার্টশিটটি আমলে নিয়ে আজ বৃহিস্পতিবার দুপুরে এই মামলার রায় ঘোষনা করেন। রায়ে আদালত বলেন যে, এ্যামির বিরুদ্ধে আনা অভিযোগ চবহধষ ঈড়ফব এর৩০৪(ওও)ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে উক্ত ধারায় দোষী সাব্যস্তক্রমে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড; অর্থদন্ড অনাদায়ে আরও ২ বৎসর বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
Share: