বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের নবনির্বাচিত প্রেসিডেন্ট সবুজ ও সেক্রেটারী মোস্তফা

জহিরুল ইসলাম :
আজ সন্ধ্যায় নরসিংদী বাজির মোড় চিয়াংরাই চাইনিজ রেস্টুরেন্টে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট আওলাদ হোসেন এর পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন পাঠ করেন রোটারেক্টর জহিরুল ইসলাম। সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পাঠ করে। রোটারেক্ট রায়হান খান  রোটারেক্ট পারপাস পাঠ করেন।
উক্ত অনুষ্ঠানে ২০১৮-১৯ রোটাবর্ষে  রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের নতুন কমিটিতে প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ সবুজ ও সেক্রেটারী গোলাম মোস্তফার নাম ঘোষনা করেন রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনির। 
এই সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান ফারুক আহমেদ কাজল,রোটারিয়ান এমকে বাশার বাচ্চু, রোটারিয়ান জিয়াউর রহমান, রোটারেক্ট তৌকির আহমেদ,রোটারেক্ট রায়হান খান, রোটারেক্ট কামরুল হুদা আনসারীসহ রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । 
Share: