ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদক,চোরাচালান মালামাল উদ্ধারকারী হিসেবে মনোনিত করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র উপ-পরিদর্শক মো: আব্দুল গাফ্ফার পিপিএমকে সম্মাননা ও সনদ প্রধান করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা রেঞ্জ পুলিশ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মাননা প্রধান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল আল মামুন।
আব্দুল গাফফার (পিপিএম) ২০১৩ সালের জানুয়ারী থেকে নরসিংদী জেলায় ডিবি পুলিশের এসআই হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নরসিংদীর সদর, শিবপুর ও মনোহরদী থানায় দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে সন্ত্রাস ও মাদক নির্মূলে তার বিশেষ ভূমিকা রয়েছে।